ধনকুবের ও ক্রেমলিন সমালোচক মিখাইল খোদোরকোভস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ক্ষমা প্রার্থনার আবেদনে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। নিউ টাইমস সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ক্ষমা প্রার্থনার আবেদনে লিখেছি, আমি রাজনীতিতে ফিরছি না বা ইউকোস সম্পত্তি (তার সাবেক তেল কোম্পানি) ফিরে পাওয়ার জন্যও চেষ্টা করতে যাচ্ছি না।
তিনি আরও বলেন, বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই, প্রয়োজনে দেশ ছাড়তে পারব এমনটি নিশ্চিত হতে পারলেই কেবল আমি রাশিয়ায় ফিরব। তিনি জানান, রুশ কর্তৃপক্ষ চায় না আমি দেশে ফিরি। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।