কম্পিউটারের স্পেল চেকার বা বানান ঠিক করার সফটওয়্যারের ওপর ব্রিটিশরা এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে, 'ডেফিনিটলি' আর 'সেপারেট'-এর মতো সহজ শব্দের বানানও ভুলে গেছেন তারা। সম্প্রতি এক সমীক্ষায় ওঠে এসেছে ব্রিটিশদের এ অটো স্পেল সফটওয়্যার নির্ভরশীলতার তথ্য। জানা গেছে, দুই হাজার ব্রিটিশ নাগরিকের ওপর চালানো এ সমীক্ষায় 'ফবভরহরঃবষু' এবং 'ংবঢ়ধৎধঃব' শব্দ দুটি সঠিকভাবে বানান করতে ব্যর্থ হন তিন-চতুর্থাংশ মানুষ। শুধু তাই নয়, ৬৫ শতাংশ মানুষ ব্যর্থ হন ভুল বানানের তালিকা থেকে 'হবপবংংধৎু' শব্দটির সঠিক বানান খুঁজে বের করতে। ৭৬ শতাংশেরই ধারণা, তারা শব্দের সঠিক বানানে বেশ পারদর্শী।
১৮ শতাংশ স্বীকার করেন, তারা শব্দের সঠিক বানানের জন্য সফটওয়্যারের ওপর নির্ভরশীল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।