চট্টগ্রামের সদরঘাট থানাধীন কর্ণফুলী নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া বাবা ও দুই ছেলেমেয়ের সন্ধান এখনো মেলেনি। স্বজনদের খোঁজে ভিড় করছেন কর্ণফুলী থানার চরলক্ষ্ম্যা ঘাটে। এদিকে যাত্রীবাহী নৌকাকে ধাক্কা দেওয়া ট্রলারের চালকের বিরুদ্ধে নগরীর কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেছেন সাম্পান মালিক সমিতির সভাপতি মো. জাফর আহমদ। প্রসঙ্গত বুধবার রাত আটটায় কর্ণফুলী থানার চরলক্ষ্ম্যা ঘাট থেকে নগরীর বাংলাবাজার ঘাটে যাওয়ার পথে সদরঘাটের কাছাকাছি এলাকায় একটি পণ্যবোঝাই ট্রলারের ধাক্কায় পাঁচজন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়।
এতে নৌযান সরঞ্জাম ব্যবসায়ী মো. হারুন (৪০), মেয়ে ইশরাত (৬), ছেলে মারুফ (৪) নিখোঁজ হন। ডুবে যাওয়া নৌকাটিতে হারুনের স্ত্রী পারভিন আক্তার (৩০) ও আরেক ছেলে মিরাজকে (৪) তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে সক্ষম হন। কোস্টগার্ড সূত্রে জানা যায়, তিনজনকে জীবিত উদ্ধারের কোনো সম্ভাবনা নেই। জোয়ার-ভাটার নদীতে ডুবুরি নামিয়ে কিংবা অন্য কোনো উপায়ে জোরদার কোনো উদ্ধার অভিযান চালানোও কোস্টগার্ডের পক্ষে সম্ভব হচ্ছে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।