[৫৭]
ভাবের ঘরে না মজিলে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।
ভাবের ঘরে না মজিলে
মজা কি সই পাওয়া যায়-। ।
বীর ডুবুরী সাগর গভীরে
হীরা মাণিক তলাশ করে,
সন্ধান বিনে নাহি ফেরে
সকলে কি তথায় যায়-। ।
দীল দরিয়া ভাবের নদী
হানিফ ডুবার মত ডুব যদি
দেখবে তুমি নিরবধি
তোমার মাঝে কি খেলায়-। ।
দীল দরিয়ার ভাব তরঙ্গে
ভাভের নেশা যাবে ভেঙ্গে,
খেলতে পারবে কালার সঙ্গে
রূপ নেহার সাধনায়-। ।
ফরিদ তুমি চেতন হারা
ঘুমের ঘোরে আছ মরা,
জাগলে দেখবে সময় সাড়া
করবে শুধু হায়রে হায়-।
।
তাং ১৫-০৮-১৯৭২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।