আমাদের কথা খুঁজে নিন

   

জাপানি অরিগামি: কাগজের নান্দনিক শিল্পকলা ও অসাধারণ কিছু ছবি

"" যে দুর্বিনীত, সে ভালো কথা বলতে পারে না" কনফুসিয়াস ।

ছুটি হলে রোজ ভাসাই জলে
কাগজ-নৌকাখানি।
লিখে রাখি তাতে আপনার নাম
লিখি আমাদের বাড়ি কোন গ্রাম
বড়ো বড়ো ক’রে মোটা অক্ষরে
যতনে লাইন টানি।
যদি সে নৌকা আর-কোনো দেশে
আর-কারো হাতে পড়ে গিয়ে শেষে
আমার লিখন পড়িয়া তখন
বুঝিবে সে অনুমানি
কার কাছ হতে ভেসে এল স্রোতে
কাগজ-নৌকাখানি।
[কাগজের নৌকা: রবীন্দ্রনাথ ঠাকুর]

শৈশবে কাগজ দিয়ে নৌকা বানিয়ে পুকুর, নালা কিংবা জমে থাকা বৃষ্টির জলে ভাসিয়ে খেলেছি আমরা অনেকেই।

শুধু নৌকা নয়, কাগজ দিয়ে অ্যারোপ্লেন কিংবা অন্য খেলনাও বানিয়েছি কত! আর কাগজ ভাঁজ করে বিভিন্ন জিনিস বানানোর এই কাজটিকেই বিশ্বজুড়ে জনপ্রিয় একটি শিল্পে পরিণত করেছে জাপানিরা–যার নাম অরিগামি। নিচে একটি কাগজের অরিগামি ফুলের ছবি দেখুন:

জাপানি ভাষায় ‘অরিগামি’ শব্দটির জন্ম হয়েছে ‘অরি’ (অর্থ ভাঁজ করা) এবং ‘কামি’ (পরিবর্তিত উচ্চারণে ‘গামি’, অর্থ কাগজ) শব্দদ্বয়ের সমন্বয়ে। অরিগামি জাপানের একটি ঐতিহ্যবাহী শিল্প। সতের শতকে এটির জন্ম হয় এবং ঊনিশ শতকে এটি জাপানের বাইরে বিশ্বের অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে উঠে। অবশ্য ভাঁজকরা কাগজের শিল্পের জন্ম ও বিকাশ শুধু জাপানেই ঘটেনি, বরং চীন, জার্মানি, স্পেনসহ বিশ্বের অন্যান্য দেশেও এ শিল্পটি স্বতন্ত্রভাবে বিকশিত হয়েছে।

তবে জাপানি অরিগামিই বিশ্বখ্যাত এবং এটি এখন আধুনিক শিল্পকলা হিসেবেও স্বীকৃত।
অরিগামি শিল্পটি নির্দিষ্ট কিছু মূলনীতির উপর প্রতিষ্ঠিত। কাগজ ভাঁজ করার মৌলিক পদ্ধতি ও ধাপ সম্পর্কে জানা যাবে উইকিপিডিয়ার এই লিংক থেকে। তাছাড়া অরিগামি শেখার অনেক অনলাইন সাইট ও বইপত্র ইন্টারনেটে পাওয়া যায়। এই শিল্প তৈরিতে বিশেষ ধরণের কাগজ ব্যবহৃত হয়।

অরিগামি শিল্পীরা বিভিন্ন বস্তুকে কাগজে রূপ দেয়। নিচে কাগজ দিয়ে তৈরি কয়েকটি অরিগামি প্রাণীর ছবি দেখুন:
















ফুল অরিগামি শিল্পীদের কাছে সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলোর একটি। নিচে সুন্দর কিছু কাগুজে ফুল দেখুন:













তাছাড়া কাগজ ভাঁজ করে বিভিন্ন দৃশ্যকল্পও তৈরি করা হয়। নিচে কয়েকটি নমুনা দেওয়া হলো:










অরিগামির মত আরেকটি জাপানি শিল্প হচ্ছে কিউসুদামা , যাতে কাগজ ভাঁজ করার পাশাপাশি সেলাই করে বা আঠা দিয়ে জোড়া লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। নিচে কয়েকটি কিউসুদামা মডেল দেখুন:








সবশেষে অসাধারণ দুটি কাগজের ফুল দেখুন:




আশা করি পোস্টটি সবার ভাল লাগবে।



অসাধারণ এ লেখা ও ছবিগুলো 29 July 2011 তারিখে প্রকাশিত নিচের লিংক থেকে নেয়া :
View this link

ছবিসূত্র : ফ্লিকার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.