আমাদের কথা খুঁজে নিন

   

স্বীকৃতির অপেক্ষায় থাকা কবিতাগুচ্ছ

আমি হাজারবার জেনেশুনে হেরে গিয়েছি,কেবল তোমায় একবার জিতে নেব বলে!

চুমু

অতুল প্রপাত,নিঃসঙ্গ ব-দ্বীপ।
কথা ফুরিয়ে আসে ধীরে,
পানকৌড়ির ডানায়!
কালচে মেঘের মেয়ে,
চিঠি দেবে;
ব্যাসদেবের কাছে!

আলোহীন সেতারে,পাঠিকার এলো চুলের রুক্ষতা!
আমি দশ টাকার নোটে চুমু দেই;
তুমি ধরেছিলে বলে!

তোমার কান্নায় ভেজে মহাকাল,
শিবের জটা ঢিলে হয়ে যায়!
অহল্যার নরম পায়ে তোমার নামে পুজো দেই!

তোমার মুখ এত মলিন কেন?
প্রলেপের আড়ালে মানবতা;
বেসাতির সুরে বেহালা বেজে বেজে;
ঢিলে হয়ে যায় তার!

প্রাণের উপত্যকায় আসে হিমবাহের শীতলতর ধারার এক চিলতে রোদ!
আসো না একবার!

ভেনিস,হেগ,ব্রাসেলস হয়ে
মিউনিখে যেয়ে থামবো;
ও কি?তোমার চোখের নিচে কালসিটে কেন?
ওহ,কাজল গলেছে কৌণিক বেগে।

এই নাও তো এটা,
খুব ভারী!
কি না জেনে নিলে কি হয়??
নাও তো এটা,এটা চুমু!


সম্পর্কহীন কথোপকথনের শুরু

একটু ব্যথাও পাইনি,একটুও না!
ধীরে ধীরে যে বাঁধনে বাঁধা পড়ছিলাম,
সে বাঁধন যখন চড়চড় শব্দে ছিড়ে গেলো তখন!
ঠিক তখন আমি বোধ করলাম আমার মায়ের প্রসব বেদনা!
রোমান্টিক কবিতায় এসব দেখে অবাক হচ্ছ?

ঘোলাটে কাঁচ আরও বেশি ঘোলাটে হওয়া,
আর পানির ট্যাপ থেকে আসা শব্দ,
আমার মাঝে আর কবিতার ভাব জাগায় না!

বরং তোমার ছেড়ে যাওয়া,
আর বিকারহীন জীবনযাপন আমার বুকে জ্বালা ধরায়!
কত সহজে তুমি নিতে পারো বিষয়টাকে!
আমি তা পারি না, একেবারেই পারি না!
তোমার-আমার আলাদা হওয়া!
সম্পর্কহীন কথোপকথনের শুরু!


সংসার

মেঘ নিবি? নাকি রোদ?
শিশিরে ভেজা ঘাস;
আবছা আলো?বাসের হর্ন;
দেখ কত ঠাণ্ডা আজ;
ঘন নীল তোর ওড়না!
এটা বাংলা!

ওই দেখ নীলচে রেখা,
ধুর পাগলী!ওটা নদী...
গভীর শ্বাস নে বুক ভরে,
লেবু ফুলের গন্ধ পেলি?
তোর ঠোঁটে জলপাইয়ের গন্ধ,
এটা সিসিলি!

আমার চাদরটা ভালো করে নে,
পানি খাবি?এই নে;
এটা মরুঝড়,নাম সাইমুম।
তোর নাকে জমা ঘামগুলো,
একদমই যে মুক্তোর মত সাদা!
এটা দাম্মাম!

কি হচ্ছে এসব?
একদম ভিজিয়ে দিলি যে;
দেখ দেখ কত সুন্দর নীলাকাশ!
এই শো পিসটা নে;
তোর চোখ এত গভীর কেন?
এটা ভেনিস!

আইফেলে উঠবি?
গিমে আর তুসোতে তোর ছবি!
এইতো তোর প্রিয় মাস্কট,
চল না কাফেতে একটু জিরোই।
চুলগুলো তোর এলোমেলো,
এটা প্যারিস!

এখন সন্ধে,রাত হয়নি
আগামী ছ'মাস রাত হবে না!
বাবরি কিউ খাবি?
এই তো সমুদ্র;পোস্টমাস্টার!
সী বিচে হাঁটি চল...
এটা অসলো!

শপিং সব সেরে নে,
কাল গ্রেট ওয়াল দেখতে যাবো!
মহাপ্রাচীরে তুই হাঁটবি ইচ্ছেমত,
দেখ কত দ্রুতগতির ট্রেন!
হাসছিস কেন পাগলী?
এটা সাংহাই!

কত সুন্দর না সমুদ্র?
অপেরা শুনে মজা পেলি?
চল রোলার কোস্টারে উঠি!
ওমা!কাঁদিস কেন?
ব্যথা পেলি?কোথায়?কিভাবে?
এটা সিডনি!

বিদ্রোহী প্রেমিকা হবি?
কমিউনিস্ট?লেনিন কিংবা স্তালিন?
কত বড় ঘন্টা দেখ!
ওহ,নাস্তাটা সেরে ফেলি চল,
ভদকায় কি গন্ধ রে..
এটা মস্কো!

এখান থেকে দ্য কোলন ছাড়ে,
মাঝে উলফ,
আইনস্টাইনের জন্মভিটা!
কত মসৃণ রাস্তা!চকচকে না?
তোর মন খারাপ?বুকে আয়..
এটা মিউনিখ!

পিরামিডগুলো কত বড়!
স্ফিংস খুব সুন্দর না?
ভেঙে গেছে একটু!
নীলনদ তোর প্রেমে পড়েছে;
পানি তো নীল না...
এটা কায়রো!

স্যান্ডউইচটা ভাগ কর!
কত ব্যস্ত শহর!
ওটা টাওয়ার অব হ্যানয়;
গাড়ি ব্রিজের উপর নি?
নদীটা নিজের শরীর ঢাকতে ব্যস্ত!
এটা ব্রুকলিন!

সাম্বা নাচে তোকে ডাকছে?
যা না তাহলে,
তোর কোমর বেয়ে প্রেম ঝড়বে!
কফি খাবি?কোল্ড কফি?
চল দু'জন পাহাড়ী পথে হাঁটি,
এটা ব্রাসিলিয়া!

কেবল সোঁদা গন্ধ!
বৃষ্টি হলে এক হাঁটু পানি জমে;
দু'জন মিলে পানি ছাঁকি,
সকালের নাস্তার পান্তা,মরিচ শেষ?
তোকে বুকে নিয়ে ঘুমাই!
এটা তোর আমার সংসার!


তা তা থৈ থৈ

আমি রোদকে তোমার কথা বলিনি,
রাতের তারাগুলোকে জানাইনি তোমার আজ জ্বর;
নীল ফেনার সাগর একা একাই আমাকে ভায়োলিন শোনালো!
রহস্য বলতে কিছুই থাকে না একটি রাতের পর,
প্রেয়সীর ঠোঁটে রঙ থাকে,একটি নাচের আগে
লাল জামদানি আর খোঁপায় বেলি ফুলের মালা!

আমি তোমাকে জানাইনি আমার অসুস্থতার কথা;
তোমার নামের মাদকতা আমাকে অসুস্থ করে তোলে,
তুমি কি কোরাল ছুঁয়ে দেখেছ?
তবে তোমার হাতটা আমাকে একটু দিও,
আমি অনুভব করবো কোরাল!
নীলচে চোখের কোন মেয়ের প্রেমে পড়তে মন চায়,
তুমি একটু ধাক্কা দেবে?


তারপর অনেকদিন কেটে গেছে,
আমার বুকে এখনও তোমাকে হারানোর গুটিবসন্ত আর
তোমার দেয়া মাদকের রোগে জন্ম নেয়া ঘাঁ,
তা তা থৈ থৈ করে নাচে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.