এই শহরে আমি এক নতুন চোর। সাবধান.... ! আমার জানা মতে এমন কোন মেয়ে কি আছে যে , নিযের ইচ্ছায় যৌনকর্মী পেশায় নাম লিখায়। এরা কোন না কোন প্রতরনার শিকার হয়ে এই পেশায় আশে । নতুবা সংসার নামে সেই হাতী কে পুশতে গিয়ে । যাই হোক , আমরা কি একবার ও বুঝতে চেষ্টা করেছি তাদের মনের কথা।
না , তা করি নাই । চাকরি ক্ষেত্রে মেয়েদের কি যৌন হরানি হবে না এমন কোন নিষ্চয়তা কেউ দিতে পারবেন ? পারবেন না। যে কর্ম ক্ষেত্রে নারীরা বেশী কাজ করে র্গামেন্টস সে খানে তারা আরো বেশী যৌন হয়রানির শিকার হয়। আমাদের দেশের মতো এমন দেশে যে যৌনকর্মী মতো এতো নিম্মমানের পেশা বেছে নেয় সে নিশ্চয় মনের আনন্দে নেয় না। যারা নিয়ে থাকে তাদের সৎখা খুবই কম।
হয় তারা প্রতরনার শিকার নয়তো র্ধশনের শিকার আরো অনেক কারন থাকতে পারে। তারাও বুঝতে পারে এই ধরনের পেশা খুবই যগ্ন। তাইতো তারা তাদের ছেলে মেয়েদের লেখা পড়া শেখাতে চায়। পাঠাতে চায় স্কুলে । আর তখনই সৃষ্টি হয় সম্যসা।
কারন যানতে চাও হয় পৃত্তি পরিচয়।
যৌনকর্মীদের জাতীয় সম্মেলনে একজন যৌনকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন ' বাচ্চা স্কুলে ভর্তি করাতে গেলে বাপের নাম জানতে চায়। তখন বাপের মিথ্যা নাম দেই। যৌনকর্মী পেশার কথা উল্লেখ করলে বাচ্চাকে স্কুলে ভর্তি করে না। তাই বাসাবাড়িতে কাজের কথা বলি।
'
.......চলবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।