আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটিতে শোভাযাত্রা, ‘আদিবাসী’ স্বীকৃতির দাবি

বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে পৌরসভা চত্ত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার। এর আগে সেখানে সমাবেশ হয়।
আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক উপসচিব তারাচরণ চাকমা, নারীনেত্রী কল্পনা চাকমা, মগবান ইউপি চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা ও আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সাধারণ সম্পাদক ইন্টুমনি চাকমা প্রমুখ।
পার্বত্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার বলেন, “পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা আজ নিজ ভূমে পরবাসী। স্বার্থবাদী মহল ও সাম্প্রদায়িক গোষ্ঠী আদিবাসীদের ভূমি দখল,  ভূমি থেকে উচ্ছেদ এবং সাম্প্রদায়িক সহিংসতার শিকার হচ্ছে।


বক্তারা অবিলম্বে সংবিধানে তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি, আদিবাসী বিষয়ক সকল চুক্তি ও অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের দাবি জানান।
সভা শেষে পৌরসভা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী পর্ষন্ত যায়।
শোভাযাত্রায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও ফেস্টুন ছিল।
এবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- আদিবাসী জাতিসমূহের অধিকার সংক্রান্ত সকল চুক্তি ও অঙ্গীকারের প্রতি সন্মান প্রদর্শন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.