আমাদের কথা খুঁজে নিন

   

বাদশা জাতে হয়ে আমি -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

[৫৯]
বাদশা জাতে হয়ে আমি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

বাদশা জাতে হয়ে আমি
স্বভাব দোষে গোলাম হই,
আপনার ধন পরকে দিয়ে
নফসের ফেরে পরে রই-। ।

বুজলাম কই মুর্শিদের মর্ম
মানলাম কই আশরাফি ধর্ম,
নিত্য করি পশুর কর্ম
মনেরে বান্ধিলাম কই-। ।



আল্লাহ রাসুল কোরান মানি
আমলেতে রই শয়তানী,
পরকে বুজায় ধর্মের বাণী
নিজে পশু কুলে রই-। ।

শরিয়ত শরিয়ত করি
মাদ্রাসা মসজিত গড়ি,
লোভ লালসা নাহি ছাড়ি
হিংসা নিন্দা ছাড়লাম কই-। ।

লোক লজ্জায় ধর্ম করি
আসলে চাই অর্থ নারী,
যা হবে হোক যখন মরি
সংসার একবার করে লই-।



ফরিদ চোখে না দেখিলে পাপ
তাই হোল না তোর অনুতাপ,
অনুমান সব জ্বরের প্রলাপ
মনকে আগে কর সই-। ।

তাং ২৬/১১/১৯৮১ইং,
মণিপুর, মীরপুর, ঢাকা। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।