ক্লান্ত পথিক
গতকাল একটি টেলিভিশন চ্যানেলে একটি প্রতিবেদন দেখছিলাম। সেখানে দেখলাম একজন লোক শুয়ে কথা বলছে এবং পাশে ছোট একটা মেয়ে আপন মনে খেলছে। টিভির ভলিউমটা কী মনে করে বাড়িয়ে দিলাম। লোকটা খুব অসহায়ভাবে তার কথাগুলো বলছিল। লোকটির নাম বাদশা মিয়া।
বিবাহিত এবং স্ত্রী, এক কন্যা নিয়ে সুখী পরিবার। হঠাৎ করে একটি দূর্ঘটনার শিকার হয়ে তার একটি পা -কে কেটে ফেলতে হয়। নিম্ন মধ্যবিত্ত লোকটি তার সব সন্চয় খরচ করে চিকিৎসা করেন। কিন্তু একটা সময়ে তার স্ত্রী তাকে এই অসহায় অবস্থায় ফেলে চলে যায়। বাদশা মিয়ার একটা কথা আমার মনে দাগ কেটেছে।
তিনি বলছিলেন, দেশে নারী নির্যাতনের জন্য যেমন আইনের প্রয়োগ আছে তেমনি পুরুষ নির্যাতনের জন্যও আইনের প্রয়োগ থাকা উচিৎ। আমাদের দেশে নারী নির্যাতনের তুলনায় পুরুষ নির্যাতনের মাত্রা অবশ্যই কম কিন্তু সেই নির্যাতনেরও বিচার হওয়া উচিৎ। না হলে বাদশা মিয়ার মতো অনেকেই ন্যায্য বিচার থেকে দুরে থাকবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।