আমাদের কথা খুঁজে নিন

   

শুধু নিঃশ্বাস ছাড়া

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

শুধু নিঃশ্বাস ছাড়া
___________




শূন্য কাটতে কাটতে একদিন আমাকেও কেটে ফেলো

ঘোরাও চাবুক

চামড়া কেটে ভেতরে ঢুকে যাক শব্দ ও আঘাত
ফালাফালা করে দিক
কলিজা
হৃদপিণ্ড
ফুসফুস

অতঃপর আবার ঘোরাও একটু উপরে অথবা একটু নীচে
এভাবেই প্রতিনিয়ত

দেহের টুকরোগুলো যখন ছিন্নভিন্ন পড়ে থাকবে তখন দেখে নিও

দেখে নিও
কতটা নিঃস্ব ছিলাম বর্জিত বিবেকে, শুধু নিজের চাওয়াগুলো লেপ্টে আছে রক্তহাড়মাংশে, মৃৎ অথবা শীলাখণ্ডকে জড়িয়ে

অবসরে ধুয়ে দিও, নিঃশ্চিহ্ন হয়ে যাক জঞ্জালসব

সবকিছুই
শুধু নিঃশ্বাস ছাড়া

কেউ দেখেনি তার প্রকৃতরুপ
জানেনা তার প্রতি অংশ কার জপে পার করেছে হারানো সময়
বিদগ্ধ আত্মা

অভিমান হতাশা বিষন্নতাগুলো সেখানেই আছে
কেউ দেখেনি কোনদিন

আর ভালোবাসা

ওখানেই আছে মূহ্যমান, কেউ জানবে না কোনদিন।।




_________________
________ বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.