আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকশিল্প ধ্বংসে গভীর ষড়যন্ত্র চলছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিকাশ অনেকেই ভালো চোখে দেখছে না। তাই এটা ধ্বংসে নানাবিধ ষড়যন্ত্র চলছে। সম্প্রতি আমেরিকান অ্যাপারেলসে  নগ্ননারী বক্ষে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা বিজ্ঞাপন আমাদের পোশাকশিল্প নিয়ে ষড়যন্ত্রেরই একটি  অংশ।

বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি আশাবাদ রেখে বলেন, বিদেশি বন্ধুরা বাংলাদেশের সব ব্যাপারে হস্তক্ষেপ করবে না- এমনটাই আশা করি।

বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর আর কোনো দূর্ঘটনা ঘটেনি। ব্যবসায়ীরা অনেক সচেতন হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফেরতে ১৬টি শর্তের মধ্যে অধিকাংশই পূরণ হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে বাকি শর্তপূরণ হবে আশা করতে পারি। আগামী ১৫ এপ্রিল এ সংক্রান্ত  রিপোর্ট দেওয়া হবে।

এরপর রাজনৈতিক কারণ না থাকলে জিএসপি সুবিধা ফিরে পেতে আমাদের কোনো সমস্যা হবে না।

মন্ত্রী বলেন, পোশাক কারখানায় অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য ফায়ার অ্যালার্ম এবং ফায়ার সেফটি ব্যবস্থা  তিন থেকে ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরো জানান,  সম্প্রতি একটি উদ্বেগজনক কাজ করেছে আমেরিকান অ্যাপারেলস নামের একটি বিক্রেতা প্রতিষ্ঠান। তারা একটি বিজ্ঞাপন প্রচার করেছে। সেই বিজ্ঞাপনের মডেল হিসেবে ব্যবহার করেছে এক বাংলাদেশি-আমেরিকান নগ্ন নারীকে।

তার নগ্ন বক্ষে লেখা হয়েছে মেইড ইন বাংলাদেশ। বিষয়টিকে সামনে এনেছে নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ম্যাগাজিন এলি। এই ম্যাগাজিনে প্রকাশিত ছবিটির নিচে মডেলের নাম লেখা হয়েছে ‘ম্যাকস’। বলা হয়েছে, ম্যাকস বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান এবং ২০১০ সাল থেকে আমেরিকান অ্যাপারেলসে মার্চেন্ডাইজার হিসেবে কাজ করছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এসবই বাংলাদেশের পোশাকশিল্পের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।

এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেন তোফায়েল আহমেদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.