আমাদের কথা খুঁজে নিন

   

উড়িয়ে দাও দুঃখগুলো

অদ্ভুতের থেকেও অদ্ভুত! কতো বড় অদ্ভুত!

উড়িয়ে দাও দুঃখগুলো
তাসনিম রিফাত
====================
কেন পুষে রেখেছ গোপন ঘাতক?
সুখের মাঝে সুচতুর নীল নকসা !
আড়াল করে গভীরে প্রখর ক্ষত,
বুক পকেটে আঁধার রাত্রি অমাবস্যা !
ফুট-পাতে যেমন এক নির্জন আঁধার,
জীবন যাপনে তেমনই দুষিত রাত ।
ল্যম্পপোষ্টে আশ্রিত নোংরা আলোর মতন
কেন লুকিয়ে রাখো সর্বোত্তম বিরহ ?

জেগে থাকো কষ্টের সী-বীচে ।
আর কতকাল,কতকাল অশ্রুনদের ঘাঁটে ?
তোমার চোখে পৃথিবীর তিন ভাগ জল,
তার মাঝে কি তুমি স্বস্তি পাও ?

বুকের ভাঁজে জমাট স্ফটিক বেদনা ,
কেন এতো দুঃখ বুকের বুননে ?
তার চেয়ে বরং উড়িয়ে দাও দুঃখগুলো,
দুঃখগুলো হয়ে যাক নীল আকাশের গোপন তারা
অথবা উষ্ণ সুরের ক্ষুদ্র নদী,
দুঃখগুলো পাখি হোক ,
মেঘ বৃষ্টির সুখ বর্ষা !
উড়িয়ে দাও দুঃখগুলো,উড়িয়ে দাও ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.