আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দেব উড়িয়ে

ভালবাসি স্বপ্ন দেখতে, ভালবাসি স্বপ্নলিখতে। আর সারাটাক্ষণ মেতে থাকি স্বপ্ন নিয়ে। স্বপ্ন নিয়েই আমার সব। স্বপ্ন নিয়েই বেঁচে আছি, এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছি। তাই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই।

মানুষ মানেই স্বপ্ন, হৃদয়ের মাঝে ডানা ঝাপটিয়ে উড়তে চাওয়া অনেক অনেক রঙিন স্বপ্ন। আমিও তো মানুষ, তাই আমিও স্বপ্ন দেখি। তবে আমার স্বপ্নগুলোর সাথে আর কারোর স্বপ্নের মিল নেই। থাকবেই বা কেন? প্রতিটা মানুষই আলাদা, আলাদা তাদের সত্বা, আলাদা তাদের চিন্তা-ভাবনা, চাওয়া-পাওয়া, আশা-নিরাশা আর স্বপ্নগুলোও। আমাদের অনেক স্বপ্নই সময়ের সাথে সাথে হারিয়ে যায়, অথবা জঞ্জাল মনে করে আমরা নিজেরাই ফেলে দিই।

আমি কিন্তু এখনো আমার ছোট্টবেলা থেকে দেখে আসা কোন রাতঘুমের স্বপ্নকেও হারিয়ে যেতে দিইনি, দেবোও না। আমি তাদের কথা দিয়েছি, একদিন এই পৃথিবীর আকাশে উড়িয়ে দেব তাদের। তাই তারা বুকের ভেতর ডানা ঝাপ্টে অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আমি ওদেরকে আমার মনের আকাশ থেকে এই ধরণীর মুক্ত আকাশে উড়াল দেবার সুযোগ দেব। আমার স্বপ্নগুলোর কথা শুনবে? একটু সময় নষ্ট হবে, তবুও, শোনোই না। হয়তো তোমারও শুনে ভাল লাগবে, হয়তো তুমিও আমার স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে।

প্রথমে একটা গল্প বলি। আমার বড়খালামণির বাসা টিকাটুলিতে। তাঁর বাসায় যাতায়াতের পথে পড়ে মতিঝিল। একদিন বড় খালামণির বাসা থেকে আসার সময় মতিঝিলে এসে রিক্সা জ্যামে আটকে গেল। আমি আর কী করি? রিক্সা থেকে মাথা বাড়িয়ে উঁকি দিলাম বাইরে।

দেখি, রাস্তার দু'ধারে ফুটপাতে অনেক মানুষ পলিথিনের তাঁবু টাঙিয়ে শুয়ে আছে, বসে আছে, কেউ কাজ করছে। তাদের বাচ্চাগুলোও ওখানেই হেঁটে-ঘুরে বেড়াচ্ছে। ফুটপাতের ওপরই খেলছে। কারো পরনে শতছিন্ন পোশাক, কারো সেটুকুও নেই। কী অবহেলিত তাদের জীবন! বিষয়টি আমাকে খুব কষ্ট দিল।

আমি পুরো একটা সপ্তাহ শুধু এটা নিয়েই ভেবেছি। ভেবে আমি একটা সমাধানও বের করেছি তবে সেটা শুনতে লাগবে অসম্ভব। আচ্ছা, আমরা প্রত্যেকটি স্বচ্ছল পরিবার যদি একটি করে অসহায় শিশুর লেখাপড়ার দায়িত্ব নিই, আমরা কী পারি না এই চিত্রটি পালটে দিতে? এই শিশুটি যখন বড় হবে, সে নিশ্চয়ই কোন না কোন জায়গায় চাকরি পাবে, কারণ একজন শিক্ষিত মানুষ কখনো বসে থাকে না। সে হয়তো হবে কোন নামকরা ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী বা অন্য কিছু। হয়তো সে নিজ উদ্যগে শুরু করবে নতুন কিছু।

তখন সে তার পুরো পরিবারটির খরচ চালাতে পারবে। কে জানে, একজন সচেতন নাগরিক হয়ে সে-ও হয়তো অন্য কোন অবহেলিত শিশুর দিকে বাড়িয়ে দেবে সহযোগিতার হাত। এভাবে কি আমরা পারি না এই দেশটাকে, এই পৃথিবীটাকে পালটে দিতে? এই দেশ, এই পৃথিবী তো আমাদেরই। এই মানুষগুলো তো আমাদেরই আপনজন। আমরা না ভাবলে কে ভাববে এদেরকে নিয়ে? তাহলে এসো না, আমাদের দিয়েই শুরু হোক এই ছোট্ট ভাল কাজটি? আমাদের দেখে এগিয়ে আসবে আরোও অনেক মানুষ।

আসতেই হবে। কারণ, পৃথিবীতে এখনো অনেক ভাল মানুষ আছে। আমার নানুই তো কয়েকজন দরিদ্র মেয়েকে পড়াচ্ছেন। সবাইকে উৎসাহিত করছেন মেয়েদের পড়াতে। আমার সঙ্গে তুমিও যদি একমত হও, তাহলে আমার অনুরোধ, আমার ছোট্ট হৃদয়ের ছোট্ট এই আহ্বান পৌঁছে দাও সবার কাছে।

আমি কিন্তু এখন নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। কী জানো? তোমাদের সাথে নিয়ে পৃথিবীর মুক্ত আকাশে আমার স্বপ্ন দেব উড়িয়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.