আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনাকে উড়িয়ে দিল জার্মানি

আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!

ক্লোসা, পোডলস্কি, ওজিল, শোয়েনস্টাইগাররা যখন সারা মাঠ ঘুরে ল্যাপ অব অনার দিচ্ছেন, কোত্থেকে যেন হাজার হাজার লাল-কালো-সোনালি পতাকা এসে ছেয়ে ফেলল গ্যালারি। আসলে এগুলো হঠাৎ করেই আসেনি। জার্মান-সমর্থকদের হাতেই ছিল তাদের গর্বের জাতীয় পতাকা। আসলে সংখ্যায় বেশি থাকা আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকাগুলো তখন লুকিয়ে পড়েছে লজ্জায়। জার্মানির কাছে চার গোলে হারের পর আর্জেন্টিনার লজ্জায় মুখ লুকানোরই তো কথা।

আগের দিন পোর্ট এলিজাবেথের সমুদ্রতীরে বিসর্জন হয়েছে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন। কাল আর্জেন্টিনার তৃতীয় শিরোপার স্বপ্ন ডুবল কেপটাউনের সমুদ্র উপকূলে। দুই লাতিন ফুটবলশক্তির এখন আর রেষারেষি, হানাহানি করার মানে হয় না। শত্রুতা ভুলে গিয়ে তাদের এখন গলায় গলায় বন্ধুত্ব করাই উচিত। গতবারও দুই দল শেষ আট থেকে বিদায় নিয়েছিল।

এবারও হলো তা-ই। এবারও দুদলের স্বপ্ন খুন হলো ইউরোপিয়ানদের হাতে। ব্রাজিলের ঘাতক হল্যান্ড, আর্জেন্টিনার সেই জার্মানি। ব্রাজিলের হার ২-১ গোলে। কিন্তু আর্জেন্টিনা গুনে গুনে এক গন্ডা গোল হজম করেছে।

মূলত ৪-২-৩-১ ছকে খেলেছে জার্মানি। কখনো কখনো তা হয়ে যাচ্ছিল ৪-৪-১-১। আর আর্জেন্টিনা খেলল সেই পুরোনো ছকেই—৪-২-৩-১। মাত্রই তিন মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল জার্মানি। ম্যান অব দ্য ম্যাচ বাস্তিয়ান শোয়েনস্টাইগারের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে হেড করে বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি করেছিলেন টমাস মুলার।

খেলার তখন সবেই শুরু। তখনই বোঝা যায়নি এত বড় পরাজয় অপেক্ষা করছে আর্জেন্টিনার সামনে। তা ছাড়া শোয়েনস্টাইগার, মুলার, পোডলস্কি আরও গোটা কয়েক হাফ চান্স মিস করলেও আর্জেন্টিনার আক্রমণই ছিল বেশি। মেসি ‘নেই’ ‘নেই’ করে আক্রমণে রসদ জোগাচ্ছিলেন। হিগুয়েইন, তেভেজরাও তাঁদের দাপট দেখিয়ে পূর্বাভাস দিচ্ছিলেন ঘুরে দাঁড়ানোর।

দ্বিতীয়ার্ধেও তাঁরা শুরু করেছিলেন তেড়েফুঁড়ে। অন্তত ১৫-১৬ মিনিট জার্মান রক্ষণভাগের পরীক্ষা তাঁরা নিয়েছেন। কিন্তু এর পরই কী যেন হয়ে গেল আর্জেন্টিনার। তারা হয়ে গেল টুপ টুপ করে গোল ঝরে পড়া প্রান্তের দল। স্যামি খেদিরা ও শোয়েনস্টাইগার সমন্বয়ে মিরোস্লাভ ক্লোসা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.