আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা এখনো স্বাধীনতা বিরোধীদের পরামর্শ অনুযায়ী পরিচালিত হচ্ছে। এদের সঙ্গে কোনো সমঝোতা নয়। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইন প্রতিমন্ত্রী বলেন, দেশে এক ঘন্টার জন্যেও তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এটা ডেড ইস্যু। বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা ইশতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফয়েজ উদ্দিন মিয়া, হুমায়ুন কবির মিজি প্রমুখ।
দিলীপ বড়ুয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ভাঙ্গা রেকর্ডের মতো। তত্ত্বাবধায়কে ফিরে যাবার আর কোনো সুযোগ নেই। নির্বাচন হবে সংবিধান মোতাবেক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।