আমাদের কথা খুঁজে নিন

   

সংশোধিত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ আইনের প্

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম কর্তৃক সংশোধিত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ আইনের প্রতি একাত্দতা ঘোষণা করেছেন। তিনি শীঘ্রই এ আইন পাসের আহ্বানও জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে আরও বলেন, আড়াইশ বছরের সুদীর্ঘ ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা এ দেশে আদর্শ নাগরিক তৈরির ক্ষেত্রে গৌরবময় অবদান রেখে চলছে। কিন্তু অতি প্রয়োজনীয় এ শিক্ষা ধারার ছাত্ররা যুগ যুগ ধরে চরম অবহেলার শিকার। এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। কওমি মাদ্রাসার আদর্শ ছাত্ররা যদি আমাদের সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের সুযোগ পেত তাহলে তাদের সেবায় এ দেশ হতো আরও সমৃদ্ধ। কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবেই তাদের সেবা থেকে দেশ বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি- দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম কর্তৃক সংশোধিত কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দেশ-বিদেশের ওলামা-মাশায়েখ সংশোধিত খসড়া আইনের প্রতি একাত্দতা ঘোষণা করেছেন। এই উদ্যোগের সঙ্গে আমিও একাত্দতা ঘোষণা করছি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.