জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম কর্তৃক সংশোধিত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ আইনের প্রতি একাত্দতা ঘোষণা করেছেন। তিনি শীঘ্রই এ আইন পাসের আহ্বানও জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে আরও বলেন, আড়াইশ বছরের সুদীর্ঘ ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা এ দেশে আদর্শ নাগরিক তৈরির ক্ষেত্রে গৌরবময় অবদান রেখে চলছে। কিন্তু অতি প্রয়োজনীয় এ শিক্ষা ধারার ছাত্ররা যুগ যুগ ধরে চরম অবহেলার শিকার। এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। কওমি মাদ্রাসার আদর্শ ছাত্ররা যদি আমাদের সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের সুযোগ পেত তাহলে তাদের সেবায় এ দেশ হতো আরও সমৃদ্ধ। কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবেই তাদের সেবা থেকে দেশ বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি- দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম কর্তৃক সংশোধিত কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দেশ-বিদেশের ওলামা-মাশায়েখ সংশোধিত খসড়া আইনের প্রতি একাত্দতা ঘোষণা করেছেন। এই উদ্যোগের সঙ্গে আমিও একাত্দতা ঘোষণা করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।