সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে 'সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ কমিটি' গঠনের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এ আহ্বান জানান।
জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গোলাম কুদ্দুস, মফিদুল হক, কবি মো. সামাদ, নিসার হোসেন প্রমুখ।
আগামী শুক্রবার দুটি প্রতিনিধি দল যশোর এবং দিনাজপুরের সাম্প্রদায়িক হামলার শিকার এলাকা পরিদর্শনে যাবে বলে সমাবেশ থেকে জানানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।