গত বছর ১৩ সেপ্টেম্বর দিল্লির নিম্ন আদালত ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও মুকেশকে ফাঁসির সাজা শুনায়। এ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিল এই চার অপরাধী।
এনডিটিভি জানায়, সেই আবেদন খারিজ করেই নিম্ন আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন নির্ভয়ার মা , বাবা।
নির্ভয়ার মা বলেন, ‘বিচারব্যবস্থার ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল।
আমরা ন্যায় চেয়েছিলাম। দোষীরা চরম শাস্তি পেলেই স্বস্তি পাব। ’
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন প্যারামেডিকালের ছাত্রী ‘নির্ভয়া’। দু’সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।
এ ঘটনায় এক নাবালক-সহ পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে আদালত।
বিচার চলাকালে তিহার জেলেই মৃত্যু হয় বাসচালক রাম সিংহের। ঘটনায় অভিযুক্ত নাবালকের তিন বছর সংশোধনাগারে থাকার সাজা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।