বিইআরসি দাম বাড়ানোর ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান।
বিদ্যুতের দাম গড়ে ৭ শতাংশ বাড়ানোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এর মধ্য দিয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিল।
রিজভী বলেন, “জনমতকে অগ্রাহ্য করে সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের প্রতি চরম বিশ্বাসঘাতকতার শামিল বলে আমরা মনে করি।”
দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসির গণশুনানিকে ‘ভাঁওতাবাজি’ বলে আখ্যায়িত করেন তিনি।
রিজভী বলেন, বিদ্যুতের দাম বাড়ানোয় অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়বে। কৃষি ও শিল্প উৎপাদন ব্যয় বাড়বে। এর ফলে সাধারণ মানুষের জন্য অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।