আমাদের কথা খুঁজে নিন

   

'নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি আরও ভালো করবে'

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে উপজেলায় তৃতীয় দফায়ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ভালো ফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য কারামুক্ত সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীদের কথাবার্তায় বুঝা যায়, তারা এবারের নির্বাচনও জোর করে নিতে চায়। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বলেও দাবি করেন ফখরুল। তিনি অভিযোগ করে বলেন, কুইক রেন্টালের ভর্তুকি পূরণ করতেই সরকার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.