নড়াইলে মোটোরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। টাঙ্গাইল, কুমিল্লা, পাবনা, বগুড়া ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মেহেরপুরে যাত্রীবাহী ট্রলি উল্টে আহত হয়েছেন ১৫ বিএনপি নেতা-কর্মী।
নড়াইলের নড়াগাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলো বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র সাকিব মোল্লা ও মেহেদী হাসান। বড়দিয়া-কালিয়া সড়কের সুড়িগাতি মোড় এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-টেম্পো সংঘর্ষে মুক্তিযোদ্ধা হায়দার আলী খান নিহত হয়েছেন। রঙ্গীলার বাড়ি বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে। কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে পিকআপভ্যান চাপায় পথচারী সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন। সিদ্দিকুর উপজেলার কদমতলী গ্রামের সাইজ উদ্দিনের ছেলে। এদিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্বরোডে বাসচাপায় সালাউদ্দিন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পাবনা-আটঘরিয়া সড়কের দেবোত্তর বাজারে বুধবার সন্ধ্যায় একটি নসিমন উল্টে যায়। এ সময় নসিমনের যাত্রী চাটমোহরের মস্তালীপুর গ্রামের ফিরোজা বেগম আহত হন। রাজশাহী মেডিকেলে গতকাল সকালে তিনি মারা যান। বগুড়ার সারিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় গেদা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জের গোডাউন এলাকায় ভটভটির ধাক্কায় আবদুল খালেক নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মেহেরপুরের মুজিবনগরের সমাবেশ থেকে ফেরার পথে যাত্রীবাহী ট্রলি উল্টে বিএনপির ১৫ নেতা-কর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরিনগরে গতকাল এ দুর্ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।