আমাদের কথা খুঁজে নিন

   

সুনামগঞ্জের বিশিষ্ট মুক্তিযোদ্ধা হুমায়ূ

সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি বিএনপি নেতা হুমায়ূন কবীর চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল বেলা ৩টায় সিলেটের একটি বেসরকারি হাসপতালে তার মৃত্যু হয়। জেলার সর্বমহলে সজ্জন ও ত্যাগী হিসেবে পরিচিত এই রাজনীতিবিদের মৃত্যুতে সুনামগঞ্জ শহরে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন ছেলে, এক মেয়ে, স্ত্রী, আত্দীয়-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর লক্ষণশ্রী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। হুমায়ূন কবির চৌধুরীর মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মতিউর রহমান এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, জেলা বিএনপির সভাপতি আলহাজ ফজলুল হক আছপিয়া, সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, নাদির আহমদ, সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.