আমাদের কথা খুঁজে নিন

   

ইসি ব্যর্থ, পুনর্গঠন জরুরি : নাজমুল হুদা

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল ইতোমধ্যেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে। বর্তমান কমিশনের অধীনে ওই দলগুলো অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেছে। এ প্রেক্ষাপটে ইসি পুনর্গঠন করা অপরিহার্য হয়ে পড়েছে।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠন কিংবা পুনর্গঠন করতে হবে। জাতীয় স্বার্থে বিশেষ করে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সব দলের মতামত গ্রহণ করে এখনই ইসি পুনর্গঠনের উপযুক্ত সময়। বিশেষ করে বিরোধীদলীয় নেতার পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে, যা সম্ভাব্য পুনর্গঠিত ইসিকে বৈধতা এবং গ্রহণযোগ্যতা দেবে।

সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বলেন, নিবার্চনকালীন সময়ে ইসিকে স্বাধীন ও নিরপেক্ষ থাকা সাংবিধানিক অঙ্গীকার। এর বিচ্যুতি ঘটলে সেটা হবে সংবিধান লঙ্ঘন। দেশের সংবিধান লঙ্ঘন দেশদ্রোহিতার শামিল। এই কঠিন সাংবিধানিক দায়িত্ববোধ, বিচ্যুতির পরিণাম ও ঝুঁকি মাথায় রেখেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে তার দায়িত্ব পালন করতে হবে। দলীয়করণ থেকে নির্বাচনকে মুক্ত রাখতে হবে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার যেই থাকুক না কেন ইসি স্বাধীন ও ক্ষমতাশালী হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। যদি নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করে এবং সাংবিধানিক অঙ্গীকার পূরণে ব্যর্থ না হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.