আমাদের কথা খুঁজে নিন

   

ভোট অবাধ সুষ্ঠু হয়েছে

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, আগের দুই ধাপের মতো তৃতীয় ধাপের ভোটও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অনেক দিন ধরে ছুটি চাচ্ছিলেন। অতিরিক্ত পরিশ্রমে তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। তিনি না থাকলে আরও চারজন নির্বাচন কমিশনার আছেন। তারা অনায়াসে কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। তার সঙ্গে কমিশন ও আমাদের যোগাযোগ রয়েছে। গতকাল বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গত দুপর্বের উপজেলা পরিষদ নির্বাচনের তথ্য তুলে ধরে ইমাম জানান, প্রথম পর্বের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মোট ৫৪ শতাংশের বেশি ভোট পায়। দ্বিতীয় পর্বে প্রায় ১ কোটি ভোটের মধ্যে ৫৩ লাখের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে। বিএনপি দাবি করে উপজেলা নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু হয়েছে উল্টোটা। জনপ্রিয়তা, জনসমর্থন বেড়েছে আওয়ামী লীগের। ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশের পর থেকে একের পর এক সহিংস ঘটনার কারণে বিএনপির জনসমর্থন কমেছে বলেও জানান ইমাম। এক প্রশ্নের জবাবে ইমাম বলেন, জনসমর্থন বাড়লেও সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা বিএনপির চেয়ে কম উপজেলায় জিতেছি। ক্ষমতাসীন দলের পক্ষে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাও স্বাভাবিক। তবে আগামী পর্বে আরও বেশি একক প্রার্থী নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেই কোথাও কোনো উপজেলায় নির্বাচন স্থগিত রাখতে হয়নি। ৫ হাজার ৪৪৪টি কেন্দ্রের মধ্যে মাত্র ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখতে হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.