আমাদের কথা খুঁজে নিন

   

কচুয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতঘর ভাঙচুর

চাঁদপুরের কচুয়ায় শুক্রবার রাতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ দুটি বসতঘর ভাঙচুর করেছেন আওয়ামী লীগের কর্মীরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের ওপর হামলার প্রতিবাদে কচুয়া বাজারে বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কচুয়া উপজেলা আওয়ামী লীগ। একপর্যায়ে কিছু নেতাকর্মী এসে এসব প্রতিষ্ঠান ও বসতঘর ভাঙচুর করে। এ সময় দিশারী ক্যাডেট স্কুলের আসবাসপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। স্কুলের পশ্চিম পাশে দুটি বসত ঘরও ভাঙচুর করে। পরে আল-ফাতেহা মডেল মাদ্রসাও ভাঙচুর করেন তারা। কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতঘর ভাঙচুর করা হয়েছে সত্য। তবে কারা ভেঙেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.