অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি টি-২০ বিশ্বকাপ। সম্প্রচারে এবারের বিশ্বকাপই বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের কাছে বৃহৎ পরিসরে পৌঁছবে বলে জানিয়েছে আইসিসি। একশ আশি কোটি মানুষের সামনে বিশ্বকাপের ৩৫টি ম্যাচ টিভি পর্দায় দেখাবে মিডিয়া রাইট পার্টনার এবং হোস্ট ব্রডকাস্টার স্টার স্পোর্টস। মোট ২৯টি টিভি চ্যানেল বিশ্বব্যাপী বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করবে। ২০টি ভাষায় চলবে ধারাভাষ্য। ২৮টি ক্যামেরার চোখ মাঠে থাকবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হচ্ছে এবারের বিশ্বকাপের সম্প্রচার। ধারাভাষ্য দেওয়ার জন্য কমেন্ট্রি বঙ্ েহাজির থাকবেন কিংবদন্তির সব তারকা। ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী, সঞ্জয় মাঞ্জেরকর, শন পলক, শেন ওয়ার্ন, ইয়ান বিশপ, সৌরভ গাঙ্গুলী, রমিজ রাজা, নাসের হুসেন, জন্টি রোডস, আতহার আলী খান এবং রাসেল আরনল্ডসহ আরও বেশ কয়েকজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।