এ বছরের সিবিট মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিয়োন্ড টেকনোলজিস, কর্পোরেট আইটি লিমিটেড, লিডসফট বাংলাদেশ লিমিটেড, মীর টেকনোলজিস লিমিটেড, রানার সাইবারলিংক লিমিটেড, দি ডটাবিজ সফটওয়্যার লিমিটেড, এনটুওয়ায়সিস টেকনোলজি ও কৃশ।
এ ছাড়াও নেদারল্যান্ডসের সিবিআই-এর অধীনেও বাংলাদেশ থেকে কয়েকটি আইটি কোম্পানি সিবিটে অংশ নিয়েছে। বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছাড়াও এতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম মেলা পরিদর্শন করেন। তথ্যপ্রযুক্তির প্রসারে সিবিটে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতা কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।