আমাদের কথা খুঁজে নিন

   

আস্থা কমছে ইন্টারনেটে

তার মতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের ফোন হ্যাকের অভিযোগটি সত্য প্রমাণিত হওয়ার পর মানুষের আস্থা হারানোর বিষয়টি পরিষ্কার।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হ্যানোভারে অনুষ্ঠিত সেবিট টেক ফেয়ারে ক্রোয়েস ইন্টারনেট নিয়ে এ কথাগুলো বলেন।
ক্রোয়েসের বক্তব্য অনুযায়ী, ইন্টারনেট বলতে এখন আর শুধু ইমেইল বুঝায় না। ইন্টারনেটের ভবিষ্যত নির্ভর করছে মানুষের বিশ্বাসের উপর। যদি বিষয়টিকে আরও কার্যকর করতে হয় তাহলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে এবং সুরক্ষার ব্যাপারটি আরও দৃঢ় করতে হবে।
তিনি আরও বলেছেন, ইউরোপের নাগরিকদের অবশ্যই অধিকার থাকা উচিত তাদের ডেটা কোথায় যাচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার।
এছাড়াও ক্রোয়েস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেওয়া তথ্যগুলো মানুষকে জাগ্রত করেছে, আর তাই এ বিষয়টি উপেক্ষা করাটা ঠিক হবে না। আবার সে কারণে প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে নেয়াটাও উচিত হবে না মানুষের।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।