আজও নিজের মাঝে অসাধারণতার ছাপ খুঁজে বেড়াই কিন্তু প্রতিবারই নিজেকে খুব সাধারণরূপে আবিষ্কার করি। মন্দ কি...ভালই তো আছি।
চার ছক্কা হৈ হৈ
আফগানিস্তান উইড়া গেল কই???
আহ... শান্তি। কতদিন পর জয়ের খরা কাটল। নাহ এই ম্যাচ নিয়ে টাইগারদের বাহবা দেয়া ছাড়া বলার মত কিছুই নেই।
তবে আফগানিস্তানিদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।
প্রিয় আফগান ভাইয়েরা,
তোমরা হয়ত জানো না যে তোমরা যখন এবার এশিয়া কাপ খেলতে এলে তখন সবার আগে সামনের কাতারে দাঁড়িয়ে আমরা বাংলাদেশীরা তোমাদের সাদরে গ্রহন করেছিলাম। এশিয়ার নতুন ইমারজিং ক্রিকেট পাওয়ার হিসেবে শ্রদ্ধার সাথে গুনতে শুরু করেছিলাম। তোমরা আরও জানো না ভারত, পাকিস্তানের সাথে খেলার সময় আমার দেশের কোটি কোটি মানুষ তোমাদের অকুণ্ঠ সমর্থন জুগিয়েছে। আমি নিজে দেখেছি সন্ধ্যায় আমার এলাকার টিভি শোরুমগুলোর সামনে রাস্তার অবস্থা।
বিশ্বাস কর এ মানুষগুলো কেবল তোমাদের ভালবেসেই নিজের কাজ ফেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখেছে। তোমরা চার ছক্কা মারলে উল্লাসে ফেটে পড়েছে। তোমরা জানো আমরা এতই বোকা যে তোমাদের কাছে হেরে যাবার পরও মনের কোথায় যেন এক ফোঁটা স্বস্তি খুঁজে ফিরেছি। কেন জানো??? কেবল এই ভেবে যে আমাদের এই একটি হার হয়ত তোমাদের দেশে প্রতিনিয়ত বন্দুকের নলের সামনে ছুটতে থাকা মানুষ গুলোকে একটু হাসির উপলক্ষ এনে দিয়েছে। বাবা মা হারানো এতিম ছেলেটিকে তোমাদের পতাকা নিয়ে নির্মল আনন্দে মাতার একটি সুযোগ করে দিয়েছে।
বিশ্বাস কর, মুসলিম ব্রাদারহুড থেকেই হোক আর যেখান থেকেই হোক আমরা শান্তিপ্রিয় প্রতিটি বাংলাদেশী তোমাদের মঙ্গল কামনা করি ও বর্তমান অবস্থার জন্য সমবেদনা জানাই। প্রতিদানে তোমরা গত কয়েকদিনে যা করলে সেটা কোন অর্থে সঠিক ছিল সে বিবেচনার ভার তোমাদের হাতেই ছেড়ে দিলাম। আমি শুধু আজকের ম্যাচের কয়েকটি দিক তুলে ধরছি। শুধু তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝানোর জন্য এই কয়টি কথা আমাকে বলতেই হবে। আজ তোমাদের ফার্স্ট বোলার জাদরান যেই সাকিবের সাথে বেয়াদবি করেছে সে কিন্তু জিম্বাবুয়ের চিগুম্বরা ছিল না বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।
আর যেই তামিমকে বক্সের ভিতরে থাকা স্বত্বেও নির্লজ্জভাবে বল ছুড়েছিল সেও কিন্তু কেনিয়ার পানিয়াঙ্গারা ছিল উইজডেন বর্ষসেরা তামিম ইকবাল। ইউ শুড ট্রাই টু শো সাম রেস্পেক্ট টু ইউর সুপিরিয়রস। তা করনি তাতে কোন দুঃখ নেই তবে নোংরা দাম্ভিকতার যে পরিচয় তোমরা দিয়েছ তাতে সত্যি আমরা সবাই মর্মাহত।
তোমরা হয়ত জেনে থাকবে বেশ কয়েক বছর আগে খুব সম্ভবত ২০০১ সালে আমরা আন্ডারডগ হয়েও তখনকার নাম্বার ওয়ান অস্ট্রেলিয়াকে হেসেখেলে হারিয়েছিলাম। তখন তোমরা ব্যাট বলটিও হয়ত ভালভাবে ধরতে শিখনি।
কই আমরা তো তখন এরকম করিনি!!! এই কয়দিনে তোমরা যা করলে তাতে কিন্তু নিজেরাই নিজেদেরকে নিচে নামিয়েছ। বড্ড বেশিই বলে ফেলেছি তবে সবই তোমাদের আত্ম উপলব্ধির জন্য। চিন্তা কর না, অতীতে যেমন ছিলাম ভবিষ্যতেও তেমনি তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকব। এগিয়ে যাক তোমাদের ক্রিকেট... বেটার লাক নেক্সট টাইম।
বিঃদ্রঃ বলছি না যে জিম্বাবুয়ে আর কেনিয়ার প্লেয়ারদের সাথে এগুলো করতে হবে।
এট দ্যা ইন্ড অফ দ্যা ডে, ক্রিকেট ইজ এ গেইম অফ জেন্টালম্যান। সো, নো ত্যানা প্যাঁচানো প্লিজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।