প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে কয়েক ঘণ্টা পরই। টি-২০ বিশ্বকাপের মধ্য দিয়ে সিলেট আজই আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেতে যাচ্ছে। বিকাল সাড়ে ৩টায় জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের লড়াই দিয়ে সিলেটে আন্তর্জাতিক ম্যাচের অভিষেক ঘটছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপে নিজেদের ম্যাচে মাঠে নামতে চারদল এখন সিলেটে অবস্থান করছে। সিলেটবাসীর প্রত্যাশা ছিল বাংলাদেশের একটি ম্যাচ যেন এখানে অনুষ্ঠিত হয়। টি-২০ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ না হলেও বাছাই পর্বের যে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে তাতেও আকর্ষণের কমতি থাকবে না। জিম্বাবুয়ে টেস্টভুক্ত দেশ অন্যদিকে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মূল বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে।
শক্তির বিবেচনায় জিম্বাবুয়ে অবশ্যই ফেবারিট। কিন্তু ২১ মার্চ থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে টপটেনে জায়গা করে নিতে চার দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
বাছাইপর্ব লড়াই ছাড়াও টি-২০ মহিলা বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ক্রিকেটকে ঘিরে ইতোমধ্যেই সিলেটে উন্মাদনা সৃষ্টি হয়েছে। স্টেডিয়াম আঙ্গিনা ছাড়াও শহরে গুরুত্বপূর্ণ এলাকা সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে।
আলোকসজ্জা করাতে রাতেও সৌন্দর্যের কমতি থাকছে না। বিশেষ করে রাস্তায় বিভিন্ন রঙের আলপনা সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আয়োজনে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে ২৪ ঘণ্টা নজর রাখছেন নিরাপত্তারক্ষীরা। সিলেটে এর আগে এতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।