আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক দম্পতির ওপর আনসার সদস্যদের হামলা

বাংলানিউজের রিপোর্টার সাজেদা সুইটি ও তার স্বামী এশিয়ান টিভির সাংবাদিক তৌহিদ শান্তকে বেদম মারধর করেছে আনসার সদস্যরা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত সাজেদা সুইটি ও তৌহিদ শান্তকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রাতেই  এই ঘটনায় মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন এই সাংবাদিক দম্পতি।

সাজেদা সুইটি জানান, রাতে কাজ শেষে বাসার ফিরছিলেন তারা।

পথে নিজস্ব বিটের একটি গুরুত্বপূর্ণ খবর জেনে তা টেলিফোনে অফিসকে জানাচ্ছিলেন তিনি। রাস্তায় গাড়ির শব্দে নিউজ দিতে সমস্যা হওয়ায় মোটরবাইক থামিয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের গেটের দিকে এগিয়ে যান। সেখানে আনসার সদস্যদের অনুরোধ করে মোবাইল ফোনে অফিসে নিউজ দিচ্ছিলেন। ঠিক তখনই শুক্কুর ও রমজান নামে দুই আনসার সদস্য ছুটে এসে সুইটিকে ধাক্কা দিয়ে বের করে দিতে উদ্যত হন। সুইটি তখন মোবাইল ফোনে কথা বলছিলেন।

এসময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন শুক্কুর। পাশেই মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন শান্ত। তিনি ছুটে গিয়ে স্ত্রীকে ধরে তোলেন এবং আনসার সদস্যদের এই আচরণের প্রতিবাদ করেন। এতেই চড়াও হন দুই আনসার সদস্য। রাইফেল উঁচিয়ে তাদের দুজনকেই নিয়ে যান ক্যাম্পের মধ্যে।

সেখানে মারধোর শুরু করেন। এক পর্যায়ে তাদের সামনেই রাইফেলে চার রাউন্ড গুলি লোড করে নেন শুক্কুর। তিনি রাইফেল সুইটির দিকে তাক করে তাকে হত্যায় উদ্ধ্যত হন।

ঘটনার আকস্মিকতায় সাংবাদিক দম্পতি যখন তাদের ছেড়ে দিতে অনুরোধ করে যাচ্ছিলেন, তখন আনসার সদস্যদের একজন ফোন করে জানায় সেখানে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং দুইজনকে তারা আটক করেছে। এমন পরিস্থিতিতে স্থানীয় জনতা ছুটে আসে।

সাংবাদিক দম্পতিকে ছেড়ে দেয়ার জন্য তারা চিৎকার করতে থাকে। কিন্তু তাতে কান না দিয়ে তাদের ছত্রভঙ্গ করতে একরাউন্ড ফাঁকা গুলি চালান শুক্কুর। তাতেও দমে যায়নি জনতা। শতাধিক জনতা মিলে গেট ভেঙ্গে ফেলে সুইটি ও শান্ত দম্পতিকে উদ্ধার করে আনে।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিজুল হক বলেন, অভিযোগ পেয়েছি।

এর ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.