বাগেরহাটের মংলা পিস্তল নিয়ে খেলতে গিয়ে ফাহমিদা আক্তার প্রীতি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত প্রীতি মংলার ঢালিরখন্ড গ্রামের পলাশ ইজারাদারের মেয়ে। এদিন রাত সাড়ে ৮ টার দিকে পলাশ ইজারাদারের মেয়ে ফাহমিদা প্রীতি (৪) ও তার বোনের ছেলে তিশান (৫) পিস্তল নিয়ে সবার অগচরে খেলতে থাকে। এক পর্যায়ে ফাহমিদা কপালে ওই পিস্তলের গুলিবিদ্ধ হয়।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীনুল ইসলাম জানান, গতকাল রাতে পলাশ ইজারাদার তার নিকট আত্মীয়দের নিয়ে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে ৮ টার দিকে পলাশ ইজারাদারের মেয়ে ফাহমিদা (৪) ও তার বোনের ছেলে তিশান (৫) পিস্তল নিয়ে সবার অগচরে খেলতে থাকে। এক পর্যায়ে ফাহমিদা গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ফাহমিদাকে প্রথমে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে কাটাখালি এলাকায় সে মারা যায়।
পিস্তলটি পলাশের বড় ভাই ইকরাম ইজারাদারের লাইসেন্স করা জানিয়ে ওসি আরো বলেন, এ ঘটনায় মংলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
এদিকে মংলার সম্ভ্রান্ত্র ইজারাদার বাড়ীতে এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।