ব্রাজিলে বর্তমানে বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে। কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে। সবার এক দাবি একমত, আগামী ফুটবল বিশ্বকাপ কিছুতেই তাদের দেশে হতে পারবে না। কারণ ব্রাজিলে এখন চরম দারিদ্রতা বিরাজ করছে, দেশটিতে বহু লোক খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, পড়ালেখার মত মৌলিক সুবিধা পাচ্ছে না। সেখানে খেলাধূলার নামে এতটাকার অপচয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা।
তাই ভয়ানক খেলা পাগল এবং পাঁচ বারের বিশ্বকাপ চাম্পিয়ন ব্রাজিল এখন খেলার বিরুদ্ধে নেমেছে। শুধু তাই নয়, যারা ব্রাজিলের সেরা ফুটবল নায়ক, সেই পেলে এবং রোনালদোকে পর্যন্ত বিশ্বাসঘাত বলে গালি দিচ্ছে জনগণ। কারণ বিশ্বকাপ আয়োজনের নামে বড় দুর্নীতির ফাদ পেতেছে সরকার, আর পেলে-রোনালদো তাতেই সায় দিয়ে যাচ্ছে।
বাংলাদেশেও বহু মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান বা চিকিৎসার মত মৌলিক সুবিধা বঞ্চিত। তাছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি এখনো মারাত্মক দুর্বল হয়ে আছে।
অথচ এরই মধ্যে ক্রিকেট খেলার নামে শত শত কোটি কোটি টাকার অপচয় করা হচ্ছে। কোন গ্যাপ না দিয়ে আয়োজন করা হচ্ছে একের পর এক খেলা। এশিয়া কাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপ,
এমনকি ভারতের আইপিএল পর্যন্ত আয়োজন করার চিন্তা চলতে আমাদের দেশে। বিরামহীন এই খেলার মাধ্যমে ধ্বংস করা হচ্ছে বাংলাদশের অর্থনীতি। মানুষকে খেলা নামক নেশায় ডুবিয়ে পঙ্গু করে দেয়া হচ্ছে মেধা-মন-মানসিকতা।
আর খেলার আড়ালে লুটপাটের মহোৎসব চালাচ্ছে ক্ষমতাসীনরা।
আমি জানি, এক সময় আমাদের দেশের মানুষও ব্রাজিলিয়ানদের মত খেলার বিরুদ্ধে বলবে, বলবে খেলার কারণে অর্থনীতি ধ্বংস হওয়ার কথা। পেলে-রোনালদোর মত সাকিব-মুশফিককেও গালি দেবে বিশ্বাসঘাতক বলে। কিন্তু তখন সময় থাকবে না, ব্রাজিলের মত আমাদেরকেও বসতে হবে চরম দারিদ্রের কাতারে।
ব্রাজিলে আন্দোলনের সূত্র:
১) Click This Link
২) http://www.youtube.com/watch?v=J3fxHjTwZfw
৩) Click This Link
৪) Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।