আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার নেতৃত্বে খোকাই বিএনপির শেষ ভরসা

শেষ পর্যন্ত সাদেক হোসেন খোকার নেতৃত্বেই ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভাবছেন দলের নীতিনির্ধারকরা। সব দিক চুলচেরা বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তের দিকেই যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। গত দুই দিন গুলশান কার্যালয়ে এমন আলোচনাই চলছে। খোকার নেতৃত্বে তালিকাও চূড়ান্ত পর্যায়ে।

তবে বর্তমান সদস্য সচিব সালামের পরিবর্তে তারুণ্যের সমন্বয় ঘটাতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে। এ ছাড়া বর্তমান কমিটির বাইরেও বিএনপির কেন্দ্রীয় নেতাদের এতে সম্পৃক্ত করা হতে পারে।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে কিংবা উপজেলা নির্বাচনের পরপরই হতে পারে এ কমিটি। তবে ঢাকা মহানগরকে দুই ভাগ করার প্রস্তাবনাও রয়েছে দলের নীতিনির্ধারণী পর্যায়ে। এমনটা হলে অপেক্ষাকৃত জুনিয়রদের নেতৃত্বে কমিটি হবে বলে আভাস পাওয়া গেছে।

সে ক্ষেত্রে দক্ষিণে বিএনপির কারাবন্দী নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু ও মহানগরের যুগ্ম-আহবায়ক কাজী আবুল বাশার এবং উত্তরে যুগ্ম-আহ্বায়ক এম এ কাইয়ুম ও আবদুল বাসেত আঞ্জুর নেতৃত্বে আহ্বায়ক কমিটি হতে পারে। তবে এর সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানা গেছে। এতে ঢাকা সিটিকে দুই ভাগ করার বৈধতা দেওয়া হবে বলেও দলের শীর্ষ নেতাদের অনেকেই মনে করেন।

নির্বাচনের পূর্বাপর আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি প্রায় চূড়ান্ত ছিল। বেগম খালেদা জিয়ার সঙ্গে মহানগর নেতারা বৈঠক করে নিজেদের ব্যর্থতার দায় স্বীকারও করেন।

এরপর বেগম জিয়া ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দ্রুত কমিটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেন। সে মোতাবেক গেল সপ্তাহে হান্নান শাহর নেতৃত্বে কমিটি হওয়ার কথা ছিল। তালিকাও ছিল চূড়ান্ত। এরপর ১২ মার্চ সাদেক হোসেন খোকা এক সংবাদ সম্মেলনে মহানগরের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি চাওয়ার পর কমিটি গঠন নিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়। ওই সময় আন্দোলন ব্যর্থ হওয়ায় নিজেদের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত দলের ছয় নেতাকে দায়ী করেন তিনি।

এরপর তার বক্তব্য নিয়ে দলের ভেতরে-বাইরে শুরু হয় তোলপাড়।

অবশ্য কমিটি প্রসঙ্গে আ স ম হান্নান শাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'কমিটির বিষয়ে আমি কিছু জানি না। চেয়ারপারসনই ভালো বলতে পারবেন। এ ছাড়া আমার বয়স হয়েছে। মহানগর নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আমার নেই।

'

ঢাকা মহানগর বিএনপির বর্তমান আহবায়ক সাদেক হোসেন খোকা বলেন, 'ঢাকা মহানগর কমিটি নিয়ে কী হচ্ছে আমি জানি না। তবে আমি আমার বক্তব্য ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে বলেছি। এর বাইরে নতুন করে আমার কোনো বক্তব্য নেই। '

জানা গেছে, সর্বশেষ কয়েক দিন ধরে বিএনপি চেয়ারপারসনের প্রভাবশালী এক উপদেষ্টা খোকার নেতৃত্বে কমিটি দেওয়ার ব্যাপারে জোর তৎপরতা চালাচ্ছেন। সে ক্ষেত্রে তিনি অনেকটা সফল বলেও জানা গেছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তার পরামর্শ ছিল, 'হয় খোকার নেতৃত্বে আহ্বায়ক কমিটি, নইলে দুই ভাগ করে কমিটি দিতে হবে। ' এক ঢাকার চিন্তা করছেন বেগম জিয়াও। এদিকে সম্প্রতি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাদেক হোসেন খোকার আর্থিক ও নেতা-কর্মীদের নিয়ে নিজে সশরীরে দিনরাত আদালত চত্বরে অবস্থানেও বেগম জিয়া খুশি হয়েছেন। ঢাকার অন্য প্রভাবশালী নেতাদের কোনো সহযোগিতা পাননি বলেও আইনজীবীরা বেগম জিয়াকে অভিযোগ করেন। সব মিলিয়ে খোকার প্রতি বেগম জিয়ার আস্থা বেড়েছে বলে সূত্র জানায়।

তবে কমিটির বিষয়টিকে 'স্পর্শকাতর' আখ্যা দিয়ে দায়িত্বশীল অধিকাংশ নেতাই কোনো মন্তব্য করতে রাজি হননি। সবাই বলছেন, 'এখন কথা না বলাই ভালো। কমিটি নিয়ে চেয়ারপারসন কাজ করছেন। নানা পরিকল্পনা হচ্ছে। হয়তো উপজেলা নির্বাচন শেষ হলে কমিটি হবে।

বেগম জিয়া চাইলে এর আগেও হতে পারে। ' অবশ্য খোকার সংবাদ সম্মেলনের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ওই দিনই সাংবাদিকদের বলেন, যারা দুর্নীতি ও দুর্বৃত্তায়নে জড়িত, তাদের মুখেই এসব কথা মানায়। তিনি (খোকা) নিজের ব্যর্থতা আড়াল করতে এখন নানা কথা বলছেন।

৬ ফেব্রুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে দলকে আন্দোলনের উপযোগী করতে ঢাকা মহানগর বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। এরপর ১০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

বৈঠকে নেতাদের ভর্ৎসনা করেন তিনি। বর্তমান কমিটি ব্যর্থ মন্তব্য করে বেগম জিয়া বলেন, দ্রুত কমিটি গঠন করবেন তিনি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।