সাধারণত চলচ্চিত্র জগত অর্থাৎ অভিনয়ের সঙ্গে যারা জড়িত তাদেরকেই পোশাক পরিচ্ছদের ব্যাপারে একটু বাড়তি সচেতন থাকতে দেখা যায়। বিশেষ করে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে বা তারা নিজেরা একটা স্টাইল বজায় রেখে চলেন তা দেখাতেই তারা এমনটা করে থাকেন। তবে ফ্যাশন সচেতনতা এখন চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝেই প্রধানত লক্ষ্য করা যায় না। সব পর্যায়ের সেরা সেরা খেলোয়াড়রা পোশাক পরিচ্ছদে তাদের স্টাইল বজায় রেখে চলেন।
লন টেনিস খেলার কথাই ধরা যাক।
টেনিসের রাণী সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে রুশ টেনিস সেনসেশন মারিয়া শারাপোভা, মার্টিনা হিঙ্গিসসহ অধিকাংশ প্রমীলা টেনিস তারকারাই কোর্টে কি পরছেন এ ব্যাপারে খুব সচেতন। তবে পুরুষ টেনিস তারকারা এ ধারায় আছেন তা এতদিন শোনা যায়নি। যুগ পাল্টেছে তাই তারাও হয়ত এর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে চলমান সনি ওপেন শুরুর প্রাক্কালে সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরার জানান, ' কোর্টে কি পরবেন না পরবেন এ ব্যাপারে তিনি কিছুটা সচেতন। সাফল্যের জন্য হলেও তা দরকার।
' তবে ফেদেরার বলেন, পোশাক পরিচ্ছদে নিজের নির্দষ্টি একটা স্টাইল বজায় রেখে চলা কঠিন।
১৭ বার গ্রান্ড স্লাম জয়ী এ সুইস টেনিস লেজেন্ড জানান, ২০১৫ ইউএস টেনিস ওপেনে তিনি কি পরবেন এ ব্যাপারে তিনি ইতোমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। ভালো খেলতে চান এবং নিজেকে সুন্দর লাগুক বলে তিনি জানান।
পোশাক পরিচ্ছদের ব্যাপারে ফেদেরার উপদেশ দিয়ে বলেন, নিশ্চিত হন যে আপনি পোশাক পরছেন, পোশাক আপনাকে পরছে না। এমন কিছু পরবেন না যাতে আপনার সম্পূর্ণ অস্বস্তি আসে।
তবে মাঝে মাঝে কয়েকটা চান্স নিয়ে দেখতে পারেন। একটু পরখ করতে পারেন।
টেনিস ক্যারিয়ারে ফ্যাশন সম্পর্কে অনেক শিখেছেন বলেও জানান ফেদেরার।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।