আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় আসছে রাঙা প্রভাত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে আজ যুক্ত হচ্ছে আরেকটি নতুন প্রজন্মের উড়োজাহাজ (বোয়িং ৭৭৭-৩০০ ইআর)। বিমান কর্তৃপক্ষ মার্কিন বোয়িং কোম্পানি থেকে কেনা এই উড়োজাহাজটির নাম দিয়েছে 'রাঙা প্রভাত'।

বিমান কর্তৃপক্ষ জানায়, এই উড়োজাহাজটি গতকাল যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে আজ দুপুর ২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বিমানের একটি প্রতিনিধি দল এই উড়োজাহাজে ঢাকায় ফিরবেন। বিমানের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তাসনিম আখতার বলেন, এ নিয়ে বিমানবহরে নতুন বোয়িং উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে চার-এ।

সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি বিমানের ৩য় বোয়িং 'আকাশ প্রদীপ' বিমানবহরে যুক্ত হয়। বিমান কর্মকর্তারা বলছেন, উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধির ফলে ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়া রুটগুলো পুনরায় চালু হবে। চালু হবে নতুন রুটও। উল্লেখ্য ২০১১ সালে 'পালকি ও অরুণ আলো' নামে বিমানের ১ম ও ২য় বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানবহরে যুক্ত হয়।

নতুন প্রজন্মের সম্পূর্ণ নতুন ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।

চুক্তির আওতায় ৪টি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর ছাড়া দুটি ৭৩৭-৮০০ এবং ৪টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার পর্যায়ক্রমে বিমানবহরে যুক্ত হবে। আগামী ২০১৭-১৯ সালের মধ্যে সর্বশেষ ড্রিম লাইনারটি বিমান বহরে যুক্ত হবে বলে জানা গেছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।