আমাদের কথা খুঁজে নিন

   

জোড়া লাগছে বিবার-সেলেনার প্রেম, নাখোশ টেইলর

সুইফট-সেলেনা-বিবার - তিনজনই টিন পপ সেনসেশন। না, ত্রিভুজ প্রেম টাইপের কিছু না। তবে প্রেম তো অবশ্যই!

সেলেনা-বিবারের ভেঙে যাওয়া প্রেম আবার জোড়া লাগছে। কিন্তু বিষয়টা পছন্দ হচ্ছে না টেইলর সুইফটের। বান্ধবী সেলেনা ‘ডিসগাস্টিং বিবার’র সাথে আবারো একত্র হবেন- এটা মানতে পারছেন না তিনি।

রাডার অনলাইনের এক রিপোর্টে বলা হয়েছে, ‘টেইলর মনে করেন সেলেনা’র একটা ভালোবাসায় থাকা দরকার। কিন্তু জাস্টিন হচ্ছে বিরক্তিকর মানুষ। তাই সেলেনাকে বলে দিয়েছেন তাদের জোড়া লাগা সম্পর্ককে তিনি সমর্থন করেন না। অন্যথায় তাদের সম্পর্ক আগের মত থাকবে না!’

চলতি মাসের শুরুতে সেলেনাকে ফুলের মধ্যে দশ হাজার ডলার উপহার পাঠান বিবার। ফুল পাওয়ার পর টেক্সাসে বিবারের সাথে দেখা করেন সেলেনা।

 

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।