আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হচ্ছে অনলাইনে আইটি প্রশিক্ষণ

প্রযুক্তিকে ভালবেসে চলেছি অগ্রে..

বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছে তেমনি বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিছেন। কিন্তু নির্দিস্ট গাইড লাইন বা সঠিক পথ না জানা থাকার কারনে অনেকেই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারছে না। আর এই সমস্যার কথা মাথায় রেখেই এ মুহুর্তে দেশের সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি চালু করলো অনলাইনে আইটি প্রশিক্ষন।

ভর্তি চলছে ৫০% ডিসকাউন্টে যাদের অফিসে এসে কোর্স করতে সমস্যা হয় বা যারা ঢাকার বাইরে থাকেন,এবং সকল প্রবাসীদের জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর পক্ষ হতে বাংলাদেশে প্রথমবারের মত অনলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

সর্বাধুনিক প্রযুক্তি লাইভ স্ট্রিমিং পদ্ধতি ব্যবহারের মাধ্যমে এ কোর্স করানো হবে।

কোর্স গুলো সফল ভাবে করার জন্য ক্রিয়েটিভ আইটি এর সাথে যুক্ত হয়েছে Webtvnext.com, এই প্রতিষ্ঠানটি হল কম্পিউটার জগৎ এর অঙ্গ প্রতিষ্ঠান। দেশে প্রথম অনলাইন টিভি স্ট্রিমিং webtvnext।


অনলাইনে ক্লাশ করলে কি কি সুবিধা পাবেন
১। বিশ্বের যেকোন প্রান্ত হতে ঘরে বসেই পুরোপুরি ক্লাশের পরিবেশে ক্লাশ করতে পারবেন।


২। ক্লাশের নির্ধারিত সময়ে কোন কারনে ব্যস্ত থাকলে, পুরো ক্লাশটি পরে আর্কাইভ থেকে দেখে নিতে পারবেন।
৩। নির্ধারিত সময় পযন্ত পুরো ক্লাশটির রেকর্ড আর্কাইভে সংরক্ষণ থাকার কারনে প্রয়োজন অনুযায়ি যখন ইচ্ছা, যতবার ইচ্ছা দেখে নেওয়ার সুযোগ রয়েছে।
৪।

অনলাইনে কোর্স করলে যাতায়াতের খরচ এবং সময় দুটি বাচবে।
৫। সরাসরি এসে কোর্সের চাইতে ৫০% ডিসকাউন্টে কোর্স করার সুযোগ থাকছে।
কোর্সটি করতে হলে আপনার যা প্রয়োজন

১। সর্বনিম্ন ২৫৬ কেবিপিএস স্পীডের নেট ব্যবস্থা লাগবে।


২। ব্রাউজারে ফ্লাশ প্লেয়ার সেটআপ করা থাকতে হবে।
৩। প্রতি ২ঘন্টার ক্লাশে মাত্র ৬৫ মেগাবাইট খরচ হবে। সেই হিসেবে ১মাসের ৮টি ক্লাশ করতে খরচ হবে ৫২০ মেগাবাইট।

সুতরাং ১জিবি ইন্টারনেট প্রতিমাসে খরচ করার প্রস্তুতি থাকতে হবে।
অনলাইনে কিভাবে কোর্সটি করবেন?

ধাপঃ১ : ৫০% কোর্স ফি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে প্রতিটি ক্লাশের জন্য আলাদা কার্ড পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।
ধাপঃ ২: টিভি লিংকটিতে অবশ্যই আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ক্লাশের নির্ধারিত সময়ে কার্ড পাসওয়ার্ডের মাধ্যমে ক্লাশটিতে অংশগ্রহন করতে পারবেন।
ধাপঃ ৩: ক্লাশ চলাকালীন যেকোন কনভার্সন, প্রশ্ন করা থেকে সকল কিছুই করা যাবে।

অডিও, ভিডিও কমিউনিকেশন কিংবা লিখে লিখে এই কমিউনিকেশন করা যাবে।
কি কি কোর্স করতে পারবেন অনলাইনে

প্রফেশনাল গ্রাফিকস কোর্স: কোর্স শুরুঃ ৭ এপ্রিল, মেয়াদকাল ৪ মাস

প্রফেশনাল এসইও কোর্স: কোর্স শুরুঃ কোর্স শুরুঃ ১৮ এপ্রিল,মেয়াদকাল ৩ মাস

প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্স: ২৩ এপ্রিল, মেয়াদকাল ৪ মাস

প্রফেশনাল থ্রিডি কোর্স: কোর্স শুরুঃ ১৫ এপ্রিল, মেয়াদকাল ৪ মাস

অনলাইনে কোর্স সম্পর্কিত যেকোন ধরনের তথ্যের জন্য যোগাযোগ করুন: 01614134424, 01974134424, 01193094545

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.