এই ব্লগে মৌলবাদী, রাজাকার এবং জামাত শিবিরের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের সাংসদ এ এইচ এম গোলাম রেজা গত বুধবার হেলিকপ্টারে ঘূর্ণিঝড় আইলা উপদ্রুত এলাকা শ্যামনগরের গাবুরা ইউনিয়নে গিয়েছিলেন। তবে তিনি নিচে নামেননি, আকাশে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্হ এলাকা দেখছিলেন। এতে দুর্গত এলাকার লোকজন উত্তেজিত হয়ে ওঠে এবং হেলিকপ্টার লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু করে। অবস্থা বেগতিক দেখে হেলিকপ্টারেই ফিরে যান সাংসদ গোলাম রেজা।
গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে মতবিনিময় সভায় গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা স্থানীয় সাংসদের বিরুদ্ধে ত্রাণকাজে অসহযোগিতা করার অভিযোগ করেন। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, কারও কথা না শুনে ঠিকমতো ত্রাণকাজে সহায়তা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
গত সোমবার শ্যামনগরে আইলা আঘাত হানার পর স্থানীয় সাংসদ কোথাও ত্রাণ বিতরণে যাননি। এ নিয়েও দুর্গতদের মধ্যে ক্ষোভ আছে। এ বিষয়ে গোলাম রেজার ফোনে একাধিকবার চেষ্টা করা হয় কিন্তু তিনি ফোন ধরেননি।
শুধু স্থানীয় সাংসদই নয়, রাজনৈতিকভাবে তাঁর দল জাতীয় পার্টিরও কোন ত্রাণতৎপরতা দেখা যায়নি। জাতীয় পার্টি শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা আব্দুর রশিদ বলেন, এখানকার ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সাংসদ গোলাম রেজার স্থানীয় একটি বিষয় নিয়ে বিরোধ থাকায় ত্রাণতৎপরতা জোরেশোরে শুরু করা যায়নি।
দেশের বাকি তিনটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকেও এখন পর্যন্ত সাতক্ষীরার দুর্গতরা পাশে পায়নি।
তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
ব্লগারবৃন্দ আমাদের দেশের রাজনীতিবিদরা যে কতটুকু অমানুষ এই সংবাদটি পড়ে তা জানা যায়।
তীব্র ধিক্কার জানাচ্ছি সেসকল রাজনীতিবিদদের।
আমরা অনেকেই হয়ত দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে চাই কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে অনেকের ক্ষেত্রে সেটা সম্ভবপর হয়না। এক্ষেত্রে বাংলালিংক SMS এর মাধ্যমে দুর্গতদের সহায়তার জন্য ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে। বাংলালিংক গ্রাহকগন Help লিখে 1010 নাম্বারে SMS পাঠান। প্রতি SMS এ দশ টাকা মোবাইল ব্যালেন্স থেকে কাটা যাবে।
সবাই বেশি বেশি SMS পাঠান। যাদের বাংলালিংক SIM নেই তারা বন্ধু, কলিগ অথবা iTOP এর দোকানীর মোবাইল থেকে SMS পাঠান। আপনার আমার দশটি টাকায় দুর্গত মানুষদের অনেক উপকার হবে।
বি:দ্র: দয়া করে আমাকে কেউ বাংলালিংকের এজেন্ট ভাববেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।