আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী ও তার গাড়ী বহর

কিছুদিন আগে জাপানের একটা রাস্তার ছবি দেখলাম যেখানে সাধারণ মানুষের মাঝে খুব লক্ষ করলে দেখা যায় যে তাদের প্রধানমন্ত্রীও ভীড়ের মাঝে সাইকেলে চড়ে যাচ্ছে।ছবিটা দেখে অনেক ভালো লাগলেও পরেই মন খারাপ হয় নিজের দেশের কথা ভেবে যেখানে প্রধানমন্ত্রী কোথাও যাওয়ার কথা থাকলে সাধারণ মানুষের মাঝে যানযট নামক আতঙ্ক শুরু হয়।আমার কষ্ট হয় এই ভেবে যে আমরা এমন একটা দেশে থাকি যেখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিজেদের একটু সুবিধার জন্য সাধারন মানুষের ভোগান্তি করাতেও দ্বীধাবোধ করেনা!সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা বলি,এস এস সি পরীক্ষা চলাকালীন সময় পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী যাচ্ছিলেন পুলিশদের সালাম গ্রহন করতে রাজারবাগে।এর ফলে সেই সকাল থেকে বন্ধ করে রাখা হয় মগবাজার,কারওয়ান বাজার ও মৌচাক রুটের সকল বাস।এতে করে মানুষ বিশেষত পরীক্ষার্থীদের কি পরিমান ভোগান্তিতে পড়তে হয়ছিলো তা বোধ হয় বলার অপেক্ষা রাখেনা।শুধু তাই নয়,সিদ্ধেস্বরীর একটা রাস্তা শুধুমাত্র একমূখী যানচলাচলের জন্য যেখানে রেকর্ড সংখ্যক রিকশার চাকার হাওয়া ছাড়া হয়েছে!কিন্তু মন্তীর গাড়ী বহর দিব্যি উলটো রাস্তা দিয়ে চলে গেলো!লিডারই যদি নিয়ম না মানে তাহলে আপামর জনগোষ্ঠী কি করবে?কিন্তু প্রধানমন্ত্রীওতো মানুষ তারও চলাফেরা করতে হয়,কিন্তু এই চলাফেরাটা মনে অফিস টাইমে না হয়ে তারপর হলে দুপক্ষের জন্যই সুবিধা জনক।এই ঘটনায় প্রধানমন্ত্রীর কোনো দোষ দেয়া যায়না কারন আমাদের দেশে সর্বসাধারনেরই কোনো নিরাপত্তা নেই সেখানে উনার কথাতো বাদই দিলাম।তবে আমার ধারণা যে,এভাবে গাড়ী বহর নিয়ে যানযটের সৃষ্টি করে যাওয়ার থেকে গোপনে সবার সাথে যাওয়াটাই বোধ হয় বেশী নিরাপদ!!

পুনশ্চঃ লেখাটি লেখকের উর্বর মস্তিষ্কের সামান্য একটি চিন্তা মাত্র!!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.