‘বিএনপি নাকে খত দিয়ে নির্বাচনে এসেছেন’ ভারপ্রাপ্ত সিইসির এমন বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার বক্তব্য। তার এই বক্তব্য কোনো সৎ, নিরপেক্ষ, স্বাধীন সর্বজনগ্রাহ্য নির্বাচন কমিশনারের বক্তব্য হতে পারে না। উপজেলা নির্বাচন স্থানীয় নির্বাচন। তাই এই নির্বাচনে বিএনপি রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে না।
”
আজ সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের রিজভী এ আহ্বান জানান।
রিজভী বলেন, “তার এই বক্তব্যের মতো একই ভাষায় একই বাক্যে আওয়ামী নেতারাও বক্তব্য- বিবৃতি দিয়ে যাচ্ছেন। তাই তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউ বা পল্টনে দিলে বাহাবা পেতেন। ”
তিনি অভিযোগ করেন, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার সরকারি চাকরিরত অবস্থায় সবাই জানতো তিনি বর্তমান সরকার আওয়ামী লীগের জবরদস্ত সমর্থক। প্রকাশ্যে তিনি মুজিব কোট পরে অফিস করতেন।
কিন্তু নির্বাচন কমিশনে নিয়োগ পাবার পর সবাই তার কাছ থেকে নিরপেক্ষতা আশা করেছিলো। ”
নির্বাচন কমিশনকে কলাগাছ মার্কা কমিশন আখ্যা দিয়ে রিজভী বলেন, “কলাগাছ মার্কা ইসির অধীনে বিএনপি কখনোই জাতীয় নির্বাচনে অংশ নেবে না তা স্পষ্ট। ”
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।