আমাদের কথা খুঁজে নিন

   

ঘড়ির কাঁটায় এক হয়ে গেল রাশিয়া-ক্রিমিয়া

শনিবার মধ্যরাতে মস্কো আর ক্রিমিয়ার ঘড়িতে একই সঙ্গে ঘণ্টা বাজল। এরই সঙ্গে রুশ ভাষী উপদ্বীপ ক্রিমিয়া রাশিয়ার টাইম জোনে প্রবেশ করল। ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে ক্রিমিয়ার প্রধান শহর সিমফারোপল রেল স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ক্রিমিয়ার আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী সের্গেই আকসিওনভের নেতৃত্বে রাত দশটায় ক্রিমিয়ার ঘড়ির কাঁটাকে দু'ঘণ্টা এগিয়ে দেওয়া হয়।  

১৯৫৪ সাল থেকে প্রায় ৬০ বছর ইউক্রেনের অংশ থাকার পর এ বছর মার্চেই এক গণভোটের মাধ্যমে ক্রিমিয়া রাশিয়ায় যোগদানের সিদ্ধান্ত নেয়।

এর পরই রাশিয়া এই সিদ্ধান্ত অনুমোদন করে। ২০১১ সালে মস্কো গ্রিনউইচ মিন টাইমের থেকে চার ঘণ্টা এগিয়ে থাকা পার্মানেন্ট সামার টাইমে থাকার সিদ্ধান্ত নেয়।

ক্রিমিয়া সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে একটি স্থানীয় দৈনিক ক্রিমস্কায়া গেজেট বলেছে, 'সময় অভিযানের জন্য তৈরি হোন। সময় বদলের সঙ্গে নিদ্রাহীনতা, অবসাদ এবং নানা রকম শারীরিক অনিয়মের জন্যও তৈরি থাকুন। ' 

তবে আঞ্চলিক বিধানসভার মুখপাত্র লুডমিলা মোখোভা সব আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, 'প্রথম প্রথম একটু অসুবিধে হবে ঠিকই কিন্তু সাধারণ মানুষ আনন্দের সঙ্গে এই সিদ্ধান্ত মেনে নেবেন।

'

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।