মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন স্বাস্থ্য বীমা পরিকল্পনার গ্রাহক হতে সোমবার ভিড় জমিয়েছে লাখ লাখ মানুষ। এই স্বাস্থ্য সেবায় অনলাইনে নাম নিবন্ধন করতে গিয়ে ওয়েবসাইট ওভারলোড হয়ে যায় এবং নিবন্ধন কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এদিকে রিপাবলিকানরা আবারও এই আইনটি বাতিলের দাবি জানিয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, নতুন এই স্বাস্থ্য সেবা চালুর প্রথম দিনেই ৩০ লাখেরও বেশি মানুষ 'হেলথকেয়ার ডট গভ' ওয়েবসাইটটি ভিজিট করেছে এবং রাত ৮টা নাগাদ ১০ লাখেরও বেশি লোক কলসেন্টারে ফোন করেছে। তবে ঠিক কজন লোক এই স্বাস্থ্য সেবা বীমার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তা পরিষ্কার নয়। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।