বিমানবন্দরের সামনে বাসচাপায় নিহতরা হলেন- বিমানের কর্মচারী আব্দুল কুদ্দুস চৌধুরী (৫০), বিলকিস বেগম (৩৫), তাজউদ্দিন (৪০) ও সবুর খান (৪০)।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের সামনে গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, মিরপুর থেকে আবদুল্লাহপুরগামী জাবালে নুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে বিলকিস, তাজউদ্দিন ও সবুর খান মারা যান।
পরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিমানকর্মী কুদ্দুস।
ওসি বলেন, বাসটি ফুটপাতে ওঠার আগে একটি অটোরিকশাকেও ধাক্কা দেয়। এতে আটোরিকশার চালকও আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।