প্রিয় জেনে নিও
************
সুরের বাঁশরী । মোঃ মাসুদ মিয়া গিতি কথা ও সুর
১। হে প্রিয় জেনে নিও ,সুরে সুরে বাঁশরী বাজে
স্মৃতির বাসরে সাজিও ।
আজি এ লগনে শুধু পড়ে মনে
কেন এত লুকুচুরি চাদের ও সনে
উদাস এ হাওয়ায় লুকানো ভাষা মেঘে মেঘে ছড়িয়ে দিও ।
এই বুকে জমা কত যে ভালবাসা
সুখের পায়রা হয়ে কখন ও জাগায় আশা
হৃদয় উজার করে যদি দেখানো যেত এখানে জেগে রও তুমিও ।
২, বাজাইওনা মোহন বাশি বৃষ্টি ঝরে আঁখির পাতায়
মন শুধু মনেতে হারায় ২বার
মনরে ......মিশিয়া মানুষের সঙ্গে
বাস করিলে কতই রঙ্গে
প্রেম সুধা নব অঙ্ঙ্গে মজিলে খেলায় ঐ
মনরে ...... বাসিয়া মানুষে ভাল
দিল মাঝে প্রদীপ জাল
ফুটাও জগতে আলো স্বপন ও বাসনায় ঐ
মনরে ......ভাবুক মাসুদ কেঁদে সারা
কেমনে জুড়াইব অন্তরা
জাগিবে কি প্রেমের মরা এই অবেলায় ঐ
৩। নিরব ও চাহনি কার পানে
কথা কহ না বুঝি লাজে
দেখ আকাশ ডাকে কাল সাজে
হৃদয় নিলিমায় উটে ঝড়
কেটে যায় বিষণ্ণ প্রহর
হেথা তায় সুর কানে বাজে ঐ
হারানো সেদিনেরা তাড়িয়ে বেড়ায়
স্মৃতিরা কভু মনকে নাড়ায়
কেন যে ভাসে ছবি হৃদয় মাঝে ঐ
৪।দূর হতে আর ডাকিস না আমায় সোনা বন্ধুরে
মায়া লাগাইয়া ভুলিলায়
যখন ছিলে অতি পাশে দেখতাম রাঙ্গা ভোর
ভাসত ছবি দুনয়নে কত সুমধুর
রঙ্গের ফানুস হটাত আজি ধুলাতে লুটায় ঐ
মান অবিমান খেলা হত চাঁদনী রাতের গায়
মাটের পাড়ে দুরের দেশে মন ছুটত অজানায়
গোপন চিটি লিখে দিতাম পাখিরও ডানায় ঐ
লাজ রাঙ্গা সেই মিষ্টি হাসি বড়ই মনে পড়ে
স্বপ্নলোকে পাই আর হারাই মন বসেনা ঘরে
ভাবুকে কয় তাই ত একা ভাবি নিরালায় ঐ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।