চোখে যা দেখি, কানে যা শুনি, তা নিয়ে কথা বলবোই ! মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবন ও শিক্ষার ওপর ১০০ কোটি ডলার ব্যয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে কাতার। দোহাভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান আল নূর হোল্ডিং সাত পর্বে এটি নির্মাণ করবে। বিশেষজ্ঞদের ধারণা, এই ছবি প্রকৃত ইসলামী মূল্যবোধ সম্পর্কে পশ্চিমা বিশ্বের ভাবনা-চিন্তাকে প্রভাবিত করবে। আল নূর হোল্ডিং সম্প্রতি জানায়, ইসলামী বিশেষজ্ঞদের অনুমোদনক্রমেই এ ছবি তৈরি করবে তারা। ইতিমধ্যেই চিত্রনাট্য রচনা সম্পন্ন হয়েছে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এবং শব্দ ব্যবস্থা ব্যবহার করা হবে এই সিনেমায়। ছবিটির মূল সংলাপ ইংরেজিতে হলেও কয়েকটি ভাষায় এর ডাবিং হবে। সূত্র : গালফ নিউজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।