আধুনিক সব স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের মেলা ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪’। আজ শুক্রবার ছুটির দিনে প্রচুর দর্শক উপস্থিতি ও কেনাবেচায় জমে উঠেছে এই মেলা।
মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ৮টি স্টলে প্রযুক্তি-পণ্য প্রদর্শন করছে এলজি, আসুস, এসার, লেনোভো, ফ্লোরা লিমিটেড, আরকোস, আয়নল, গেজেট গ্যাং ৭, কোবিসহ আরও কিছু পরিচিত ব্র্যান্ড। তিন দিনের এই স্মার্টফোন ও ট্যাব চলবে কাল শনিবার পর্যন্ত। মেলার আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সপো মেকার।
মেলায় নতুন যা কিছু
মেলায় দেখা মিলছে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংস্করণের স্মার্টফোন গ্যালাক্সি এস ফাইভ। রয়েছে লেনোভোর ইয়োগা ট্যাব। নকিয়া এনেছে এক্স সিরিজের স্মার্টফোন। আসুস বিশেষ ফোনপ্যাড নোট প্রদর্শন করছে। ট্যাবলেটের পাশাপাশি বিশেষ মূল্যে নানা ধরনের স্মার্টফোন প্রদর্শন করছে সিম্ফনি।
মেলায় বিশেষ ছাড়, অফার
মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকেরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন।
স্যামসাং
এখানে এস৫ এর আগাম বুকিং করতে পারবেন গ্রাহকরা। গ্যালাক্সি এস৫ এর আগাম বুকিং করা যাবে দুটি বিশেষ প্যাকেজে; যার একটিতে রয়েছে গিয়ার ফিট, এস ভিউ কভার, ১২ মাসের কিস্তি এবং নির্দিষ্ট টেলিকম অপারেটরদের অফার। প্যাকেজ দুটি ৬০ ও ৭০ হাজার টাকার।
স্যামসাংয়ের বুথ থেকে ক্রেতারা গ্যালাক্সি এস ডুয়োস ২, গ্যালাক্সি গ্র্যান্ড ২, গ্যালাক্সি নিও, গ্যালাক্সি এস৪, ট্যাব ৩, ট্যাব ১০.১, নোট ১০.১ এবং নোট প্রো ১২.২ সহ গ্যালাক্সি ফিট, গ্যলাক্সি গিয়ার ২ এবং গ্যালাক্সি গিয়ার ২ নিও এর মতো পরিধেয় ডিভাইসও ক্রয় করতে পারবেন। ২০ হাজার টাকা কম মূল্যের স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাবেন ৫০০ টাকা মূল্যের একটি ডিসকাউন্ট কুপন এবং ২০ হাজার মূল্যের বেশি মূল্যের স্মার্টফোন ক্রয়ে পাবেন এক হাজার টাকা মূল্যের একটি কুপন।
লেনোভো
মেলায় লেনোভো বিশেষ মূল্যে নিয়ে এসেছে ইয়োগা ট্যাবলেট। বিশেষ সুবিধা এবং উন্নত ফিচারের এসব ট্যাবলেট পাওয়া যাবে ১৪ হাজার টাকা থেকে ২৯ হাজার ৫০০ টাকার মধ্যে।
নকিয়া
নকিয়া তাদের সকল স্মার্টফোনে ৫ শতাংশ মূল্যছাড় দিয়েছে।
নকিয়ার এক্স মডেলের হ্যান্ডসেটসহ লুমিয়া সিরিজের স্মার্টফোনগুলো প্রদর্শিত হচ্ছে।
আসুস
আসুস বিশেষ ফোনপ্যাড নোট প্রদর্শন করছে মেলায়। থ্রিজি সুবিধার এসব ট্যাবলেটে ফোন করার ব্যবস্থাও আছে। বিভিন্ন সুবিধার এসব ট্যাবলেট পাওয়া যাবে ১৮ হাজার ৮০০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে।
গ্যাজেট গ্যাং
মেলায় গ্যাজেট গ্যাং ৭ মাত্র ৭ হাজার ৭০০ টাকায় থ্রিজি ট্যাবলেট দিচ্ছে।
আপনজোন
এ ছাড়া আপনজোন ডটকম, ডিএক্স জেনারেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান ৪ হাজার ৩০০ টাকা থেকে শুরু করে প্রায় ২৫ হাজার টাকা দামের বিভিন্ন ব্র্যন্ডের ট্যাবলেট এনেছে।
অ্যাভিরা
অ্যাভিরার প্যাভিলিয়নে থেকে স্মার্টফোন এবং ট্যাবলেট পিসিতে বিনামূল্যে অ্যান্ড্রয়েড সিকিউরিটি ইনস্টল করার সুযোগ রয়েছে। এ ছাড়াও অ্যাভিরা ইন্টারনেট সিকিউরিটি কিনতে বিশেষ ছাড় ও উপহার পাবেন ক্রেতারা।
এইচপি
এইচপি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্লেটবুক কিনলে মিলবে মোবাইল হ্যান্ডসেট, টু্ইনমসের ট্যাবলেটের সঙ্গে উপহার মিলবে কিবোর্ডযুক্ত ফ্লিপ কভার এবং টুইনমস স্মার্টফোনে রয়েছে বিশেষ ডিসকাউন্ট অফার।
সিম্ফনি
ট্যাবলেটের পাশাপাশি বিশেষ মূল্যে নানা ধরনের স্মার্টফোন প্রদর্শন করছে সিম্ফনি।
পাওয়া যাচ্ছে স্মার্টফোনের জন্য পাওয়ার ব্যাংক।
অন্যান্য
ট্যাব ও স্মার্টফোনের পাশাপাশি জেডকাইট নাইন ট্যাবলেটে মূল্য ছাড়ের পাশাপাশি রাউটার, স্মার্ট ডিভাইসের বিভিন্ন আনুসাঙ্গিক পণ্য প্রদর্শন করছে মেলায়।
ফেসবুকে প্রতিযোগিতা
প্রদর্শনী উপলক্ষে ফেসবুকভিত্তিক ‘ট্যাগ শেয়ার অ্যান্ড উইন’ প্রতিযোগিতার আয়োজন করেছে আয়োজক এক্সপো মেকার। স্মার্টফোন ও ট্যাব এক্সপোর ফেসবুক পেজে (facebook.com/STExpo) আগ্রহীরা প্রদর্শনীর বিভিন্ন পোস্টে বন্ধুদের ট্যাগ ও পোস্ট শেয়ারের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। এতে মেগা পুরস্কার হিসেবে থাকছে ‘নকিয়া লুমিয়া ১৫২০’ মডেলের স্মার্টফোন।
প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত প্রতিদিনই পুরস্কার দেবে বলে জানিয়েছে মেলার আয়োজকেরা।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।