আমাদের কথা খুঁজে নিন

   

আমার মহাপ্রয়াণ জমজমাট হোক! হোক হোক!!



আমি যদি জানি যে, আমি মারা যাচ্ছি..! আমার করণীয়- ১। মানিব্যাগে টাকা,কাগজ,ক্রেডিট কার্ডের সংখ্যা বাড়ছেই, বাড়তেই আছে। একটা টেলিস্কোপ কিনব। আমি না দেখি, আমার ঊত্তরসূরী দেখবে মহাকাশ। ২।

দেখতে যাবার কথা ছিল খুমি জনগোষ্টির শেষজনকে। একমাত্র খুমিবাসি। দেখার ইচ্চার শেষ হয়না। এখন যে বসে আছে, সামনে, তার চোখ, দাঁত,হাসিটা ভাল করে দেখতে ইচ্ছা করে। অদ্ভূত লাগে।

৩। যে বন্ধুটির সংগে তর্কা-তর্কি থেকে ঝগড়া চরম পর্যায়ে চলে গেসে... আমিমাংসিত.. দু'জনেরই জিত এবং জিদে বসে আছি, ভিতরে ভিতরে দুজনেই হেরে বসে আছি। মিটমাট হয়নাই.. মাফ চাওয়া হয়নাই। ৪। যে দোকানী আমাকে আঁখের রস খাওয়াল, টাকা নিলনা।

বিশাল একটা চমক দিব বলে তার জন্য একটা উপহার কিনে রাখস..। দেব দেব করে.. ৫। আমার মা-টা! অনেক কষ্টে করসে। তাকে একটু নিজের মত করে ঘোরাতে ইচ্ছা করে। প্ল্যান ছিল।

মায়ের ঘোরা-ফেরার খুব সখ। ৬। প্রাইমারী স্কুলের বেলায়েৎ স্যার,নাদিরা আপা (কোথায়?), আমার মধ্যে কি দেখসিল জানিনা, যে বীজ বুনে দিসিল, স্বপ্ন দেখসিল আমাকে নিয়ে ... যেখান থেকে হোক তুলে আনব তাদেরকে, এই শপৎ। ৭। ময়না।

আমার বাল্যব্ন্ধু। মনে পড়ছে খুব খুব। ৮। ফিলিস্তিন,কাশ্মীর,চেচনিয়া,আফগানিস্তানে,আফ্রিকায় শান্তি চাইসিলাম। বড় বেশী চেয়ে ফেলতেসি! ৯।

একটা বই পাইসিলাম । "শত্রুর সংগে বসবাস" এখনও পড়া হয়নি। কিসু গান ছিল গাইতে দেবার কথা, দিয়ে যেতে হবে। গানগুলা হোক। ১০।

একটা স্ক্রিপ্ট ছিল "সিজেফ্রেনিয়াক"। কবে বানাব? সব তৈরী ছিল। ১১। একদম সন্নিকটে একটা শিশু থাকবে। যে একমাত্র বুঝবেনা কি হচ্ছে।

১২। আগামিকাল যা করব... আর যা যা করব... ১৩। একটু পরে যার সথে কথা হবে ফোনে। কি কথা তার সাথে, তাহার সাথে..!কি বলব? আর কি বলতে পারব?? সময় আছে? এবার ভাল্লাগতেসে, সব, সবই! ১৪। আমার স্থায়ী-অস্থায়ী সম্পত্তি আমার বর্তমান লালনকারী ছবিয়ালে জমা হবে।

১৫। আমার দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দান করা হবে। *যারা আছে যারা নাই সবার শান্তি কামনা করতেসি। তোদের কেমন লাগতেসে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.