আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় মদ ও পণ্যের জমজমাট ব্যবসা

বাংলাদেশ

গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্র বল্লাঘাটে প্রকাশ্যে দিবালোকে ভারতীয় মদসহ বিভিন্ন ভারতীয় পণ্য অবাধে বিক্রি করা হচ্ছে। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে। আর পর্যটকরাই এসব ভারতীয় মদ ও পণ্যসামগ্রীর একমাত্র ক্রেতা। সরেজমিন বল্লাঘাটে গিয়ে জানা গেছে, ১৪/১৫ সদস্যবিশিষ্ট শিশু-কিশোরদের একটি চক্র ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ বল্লাঘাটে ফেরি করে বিক্রি করে। আর তা পর্যটকরা উচ্চমূল্যে কিনে নিচ্ছে।

মাদক ব্রিকেতা চক্রের সদস্যদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা এসব ভারতীয় মদ মহিলা চোরাচালানিদের মাধ্যমে সংগ্রহ করে থাকে। মহিলা চোরাচালানিরা স্থানীয় সংগ্রাম ও তামাবিল সীমান্ত দিয়ে চোরাপথে এসব ভারতীয় মদ সীমান্তের ওপার থেকে এপারে নিয়ে আসে। প্রায় প্রতিটি দোকানেই ভারতীয় প্রসাধনীসামগ্রীসহ বিভিন্ন পণ্যের ছড়াছড়ি। আর তা অতি উত্সাহী পর্যটকরাই চড়ামূল্যে ক্রয় করে নিচ্ছে। আগে এখানে র্যাব, বিডিআর ও পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালিয়ে লাখ লাখ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন পণ্যাদি আটক করত।

কিন্তু বেশ কিছুদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার কোনো তত্পরতা না থাকায় আবার এ অবস্থার উদ্ভব ঘটেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.